আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চার সাইকেল চালানোর কসরৎ.......!!!!

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

এক ছেলে সদ্য সাইকেল চালানো শিখেছে।সেটা দেখার জন্য পাড়ার আরো ১০/১২ টা ছেলে এসেছে।যাইহোক, ছেলেটি উঠানের আম গাছটির চতুর্দিকে বৃত্তাকারে তার সাইকেল চালানো দেখাচ্ছে আর সবাই সারিবদ্বভাবে দাঁড়িয়ে থেক তা অবলোকন করছে। সে যতই চালাচ্ছে ততই স্মর্ট হচ্ছে।খুব জোরে কয়েকটা চক্কর দিয়ে স্টিয়ারিং থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললো.......'এ্যাই ! দেখ্‌ হাত নাই"। অন্যান্য ছেলেরা তার হাত ছাড়া সাইকেল চালানো দেখে হাততালি দিতে লাগলো।হাত ছাড়িয়ে নেয়ার পর খুব জোরে আরো কয়েকটা চক্কর দিয়ে সে প্যাডেল থেকে পা উঠিয়ে নিয়ে বললো..."এ্যাই ! দেখ্‌.. পা নেই"। সবাই আবারও হাততালি দিতে লাগলো। হাত-পা ছাড়া এবার সে আরো জোরে কয়েকটা চক্কর দেয়ার পর সে ব্যালেন্স হারিয়ে আম গাছটিতে গুঁতা দিয়ে সাইকেল থেক ছিটকে পড়ে কয়েকটা দাঁত ভেঙ্গে ফেলে বললো..."হি..হি..হি..হি.. দাঁত নেই"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।