আমাদের কথা খুঁজে নিন

   

একটি কপিপেস্ট বিষয়ক কপি কিংবা ফটোকপি ব্লগ!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সকালে ঘুম থেকে জেগে পত্রিকার হেডিং দেখে দিনের শুরু হয়। সময় আর সুযোগ থাকলে নাস্তার ফাকে ফাকে পত্রিকা পড়া হয় আর না হলে হয়তো রাতে । এমন বোধহয় অনেকেরই হয় ।

সকালের সব ঝঞ্জাট সেরে এরপর হয়তো সময় সুযোগ বুঝে ব্লগে ঢু দেয়া হয় । ব্লগে ঢুকেই দু-চার পাতা উল্টে-পাল্টে দেখি শেষবার ব্লগ ভিজিটের সময়ের প্রথম পোস্ট সাধারণত পেজ মার্কারের কাজ করে । তবে শেষবার ব্লগ ভিজিটের পর যদি বেশি সময় পেরিয়ে যায় তাহলে সাধারণত৫-৬ পাতা পর্যন্ত পিছে যা্ওয়া হয় । ইদানিং সকালে ব্লগে ঢোকার পর একটা নতুন অভিজ্ঞতা হলো । ব্লগে এলেই দেখি পত্রিকার হেড গুলো পোস্ট হয়ে ব্লগে ঝুলছে ।

এই পোস্ট গুলো আবার বিশেষ পোস্ট হিসেবে ব্লগে পরিচিত , "কপি পেস্ট" , সেই কপিপেস্ট পোস্ট গুলো ব্লগে আসে সাধারণত রাজনৈতিক কারণে । যে সংবাদ যে ব্লগারের রাজনৈতিক মতের প্রতিফলন থাকে সেই সংবাদটি তিনি কপিপেস্ট করেন । আর যদি তার রাজনৈতিক বিশ্বাসের বিরোধি হয় তবে আরেকটা পোস্ট আসবে " ওমুক পত্রিকার ভন্ডামী দেখুন" টাইপের । সকাল সকাল ব্লগে ঢুকে একটা বিষয় উপলব্ধি করলাম । এই ধরণের পোস্টের বিশেষ প্রয়োজনীয়তা আছে ।

কেননা ধরুন সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছেন । পত্রিকার পড়ার সুযোগ হয়নি, সেফ্র হেডগুলোতে চোখ বুলিয়েছেন । সমস্যা নেই ব্লগে আসুন, চোথ রাখুন দেখবেন পেয়ে গেছেন পত্রিকার সেসব সংবাদ । তাই কষ্ট করে আর আপনাকে পত্রিকা ঘাটতেও হচ্ছে না কিংবা ওয়েবেও পত্রিকা দেখতে হচ্ছে না । শুধু কি তাই, আপনি হয়তো বাসায় একটি পত্রিকাই রাখেন , কিন্তু ব্লগে আপনি সকল পত্রিকার সংবাদই কপি পেস্ট হিসেবে পেয়ে যাবেন ।

তাহলে আর সকালে কষ্ট করে, সময় নষ্ট করে পত্রিকার পড়ার কি দরকার ?? তবে এবার ভেবে দেখের সময় এলো বাসায় আর অযথা পত্রিকা রাথার প্রয়োজন আছে কিনা !! তবে যদি আপনি খুব নিরপেক্ষ (তথা সকল পক্ষ, সহজ ভাষায় সুবিধাবাদী ) ব্লগার হন তবে আপনাকে বুকমার্ক করে রাখতে হবে কয়েকটি বিষয় । কোন ব্লগার কোন জাতীয় পোস্ট দেন । কে দেয় জামাতী কপিপেস্ট, কে দেয় জাতীয়তাবাদী কপিপেস্ট আর কে দেয় আওয়ামী কপিপেস্ট । ব্যাস হয়ে গেল সর্বদলীয় মতামত জানার সুযোগ, সংবাদ পাঠের সুযোগ । আর প্রয়োজন হবে না আলাদা করে পত্রিকার রাখার এমন কি অনলাইনে পত্রিকা পাঠের ।

আর পত্রিকার ও দাম বাচলো । শুধু সামহোয়্যার ইন ব্লগে আসুন, তবেই চলবে। এখানে প্রথম আলো থেকে শুরু করে সকল কণ্ঠের স্বর এমন কি সংগ্রাম নয়া দিগন্ত দেশের সকল দৈনিক এর খবর পাবেন । শুধু তাই নয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকাশিত পত্রিকার ও "কপিপেস্ট" পাবেন । সেটা নোয়াখালী থেকে প্রকাশিত হোক কিংবা পটুয়াখালী থেকেই প্রকাশিত হোক ।

তাই নো চিন্তা । আর আশা করছি সামহোয়্যার যদি আবার বিজ্ঞাপন শুরু করে (যেমন ফেসবুকে করেছিল ) তবে বিজ্ঞাপনের কপি হবে এরকম " দেশের সকল পত্রিকার সংবাদ একসাথে চান?? চলে আসুন সামহোয়ারের কপিপেস্ট ব্লগে । " কিংবা "সবার আগে সকল পত্রিকার তাজা তাজা কপিপেস্ট । " কিংবা "আংশিক নয় পুরাই সকল পত্রিকার কপি পেস্ট " কিংবা "আপনি কি সঠিক সংবাদ জানতে......" কিংবা "নানা মুনির নানা মতের নানা....." আসুন সামহোয়্যারের বিজ্ঞাপনের কপি রচনায় দলে দলে শামিল হই আর এই বিষয়ক আইডিয়া শেয়ার করি । জয়তু কপিপেস্ট ।

আপনার ব্লগিং আনন্দময় হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.