আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় "মাজহার মিথুন" ভাইয়ের জন্মদিনে ছেলে মানুষী কবিতা !

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! এই তো সেদিন চিনেছি আপনারে পড়েছি আপনার লেখা আপনার লেখায় থাকে যেন উথাল পাতাল ব্যাথা ! কখনও কেঁদে উঠি কখনও বা হাসি কখনও আপনার লেখা পড়ে কল্পনায় দুরে ভাসি ! লেখা দিয়ে কিভাবে আপনি সবার মন করেছেন জয় আর কিছু ভুল হলেও আপনার লেখা পড়তে না ভুল হয় ! অল্প দিনের আপনার কাছে জমে গেছে অনেক ঋণ ! আজকের এই শুভক্ষনে জানাই আপনারে শুভ জন্মদিন ! কবিতা আমি খুবই বাজে লিখি ! আসলে কবিতা কি লিখবো তাও জানি না ! আজকে আমার খুব পছন্দের একজন লেখকের জন্মদিন ! কি লিখবো ঠিক মত বুঝতে পারছিলাম না । তাই এই কাঁচা হাতে কবিতা লিখেছি ! আমি খুব কম মানুষের লেখা পড়ি ! খুব কম মানুষই পেরেছে আমার আবেগ, আমার মন কে নাড়া দিতে ! এই মানুষটি তার মধ্য অন্যতম ! সারা জীবন দোয়া করি যেন মিথুন ভাই লিখে যাক ! আর আমাদের আনন্দ দিয়ে যাক ! প্রিয় মিথুন ভাই আপনি হয়তো আমাকে চিনেনও না ! আপনার অসংখ্য পাঠকের মাঝে আমি একজন নগন্য পাঠক ! এই জন্মদিনে কেবল একটাই অনুরোধ রইলো কোনদিন লেখালেখি বন্ধ করবেন না ! নিজের জন্য তো লিখবেনই, আমাদের জন্যও লিখে যাবেন নিরন্তর !! শুভজন্মদিন মাজহার মিথুন ভাই !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.