সত্য যে কী- জানি নে, সত্য সদা সাধনায়
আমার বাড়ির ওপর দিয়ে যেটুকু বাতাস আমি আটকে রেখেছি দেয়াল দিয়ে, সেটুকু তোমায় দিতে আপত্তি নেই। তোমার তো বাড়ি-ই নেই, অথচ বীরদর্পে বয়ে বেড়াও শূণ্যতা। যেটুকু খাস জমিতে হিংসে চাষ করি, ওখানটা ভাড়া নিতে চায় পশ্চিমি আফিম-সূর্য। কতবার ওই শূণ্য আকাশে ছুড়ে দিয়েছি রংধনু, তুমি ছুঁয়েও দেখনি। জমিটা তো তোমারই প্রাপ্য। তুমি কেমনতর বীর হে- না যুদ্ধে, না নেশায়! তুমি শুধু হেটে যাও- না পোড়ো, না পোড়াও।...তবু আগুন জ্বলে ওঠে বাতাসে, নিশ্বাসে পুড়ে যায় বিবেক অথবা মস্তিষ্ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।