আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অনলাইন বাংলা সংবাদপত্র ইউরো বাংলা



মানুষ ও মানবতার পক্ষে আমরা। সত্য ও ন্যায়ের জন্য লড়বো মোরা। অন্যায়-অবিচারের কথা তুলে ধরবো। সাফল্য ও সম্ভাবনার বাংলাদেশের কথাও বলবো একইসঙ্গে। প্রিয় মাতৃভূমি ও তার জনগণের সমস্যা-সংকট নিয়ে লিখবে ইউরোবাংলা।

ইউরোবাংলা জানাবে প্রবাসী বাংলা ভাষা-ভাষীদের সংখ-দু:খ ও সাফল্যের কথা। সংগ্রাম-সংহতি, সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য সবই থাকবে ইউরোবাংলায়। আমাদের স্বপ্ন একটা দলনিরপেক্ষ, সত্যান্বেষী অনলাইন সংবাদপত্র। আমরা এই প্রত্যাশা নিয়ে প্রবাসে থেকে শুরু করতে চাই ”ইউরোবাংলা”। আমাদের ওয়েব ঠিকানা (http://www.eurobangla.org/)।

ইউরোবাংলা’র প্রাথমিক ওয়েব নকশা কেমন লাগছে? আপনাদের মতামত জানতে চাই আমরা। আপনার কোন পরামর্শ থাকলে, তা আমাদের লিখে পাঠান এই ঠিকানায় ইউরো বাংলা ইউরোপ থেকে প্রকাশিত হবে। নির্যাতিত-নির্বাসিত সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশ। সে এখন জার্মান প্রবাসী। আকাশ এই ’ইউরোবাংলা’র সম্পাদক ও প্রকাশক।

ইউরোবাংলা’র সম্পাদক আকাশ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে নিয়েছেন পোষ্ট গ্রাটুয়েড ডিপ্লোমা ইন সিভিক জার্নালিজম ডিগ্রি। বাংলাদেশে সংবাদপত্র, রেডিও ও টিভি সাংবাদিকতায় রয়েছে তার অভিজ্ঞতা। দৈনিক সংবাদ, দৈনিক বাংলা, বাংলার বাণী, আজকের কাগজ, নিউ নেশন, একুশে টেলিভিশন, সিএসবি নিউজ, দি এডিটরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন আকাশ। এছাড়া রেডিও জার্মান ডয়েচেভেলের ফ্রি-ল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তার।

ইউরোবাংলা মূলত: মানবাধিকার মুক্ত গণমাধ্যম, সংখ্যালঘু-আদিবাসি ইস্যুভিত্তিক একটি বাংলা অনলাইন সংবাদপত্র। না বলা, অজানা ও অপ্রকাশিত সত্য আমরা তুলে ধরতে চাই ইউরোবাংলায়। মানবতা, শান্তি আর গণতন্ত্র। এই তিন আমাদের মূলমন্ত্র। সকল ধর্মান্ধতা, কু-সংস্কার, অশিক্ষা, ক্ষুধা, দারিদ্র্যতা, অমানবিকতার বিপক্ষে ইউরোবাংলা।

মানবতা, শান্তি, মুক্ত গণমাধ্যম, গণতন্ত্র, মানবাধিকারের পক্ষে আমরা আপোষহীন। মানুষ, মানুষ আর মানবতার জয়গান নিয়ে শিগগিরই আসবো আমরা আপনাদের সামনে। আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন। দলনিরক্ষে মানসিকতা আর মানবাধিকারকে গুরুত্ব দিয়ে ইউরোবাংলায় আপনারাও লিখতে পারেন স্বাধীনভাবে। বিনয়াবনত- ইউরো বাংলা কর্তৃপক্ষ- http://www.eurobangla.org/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.