আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে খুজি আমি ।

হাই, আমি শারমিন টুম্পা।

তোমাকে খুজি আমি ব্যস্ত দিবসের কর্মচঞ্জল ক্ষনে ছুটে চলে এই মন হরিনের বেগে সজোরে তোমার পানে তোমাকে খুজি আমি অস্ত রবিব লাভাভ আকর্ষনে ভালবাসা আর মায়ায় ভরা হাস্যেজ্জ্বল চাহনে তোমাকে খুজি আমি ক্লান্ত গোধুলীর নীরব শুন্য মনে ভাষাহীন মুখে ফুটে উঠা সেই পুরবী রাগের গানে তোমাকে খুজি আমি ডাইরি হাতে রাতের নির্জনে কত কিছু লিখব ভেবে ভেবে আর কিছুই আসে না মনে তোমাকে খুজি আমি গবীর নিসুতির একাকী সঙ্গোপনে কত কথা আজ রয়েছে বাকী বলবো তোমার সনে তোমাকে খুজি আমি শেষ রাতে ঔ চোখ জুড়ে আসা ঘুমে কত কথা বলি নেশাতুর হয়ে একাকী আনমনে তোমাকে খুজি আমি দেরী করে যাওয়া রাতের শয়নে আশা করে থাকি এই আসবে তুমি স্বপনে খুজে যাই আমি জানো না কি তুমি কি আছে এই মনে কেমনে তুমি রেখেছো্ আমায় কি এক অদ্ভুত বাধনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.