আমাদের কথা খুঁজে নিন

   

কানের কাছে মুখ রেখে উনি বল্লেন 'হ্যাপি বার্থ ডে'



উনার অনেক গুণ, আমায় মনে হয় 'বেশ' ভালোও বাসেন। কিন্তু তাই বলে আমার জন্মদিনটা পর্যন্ত মনে থাকবে এতটা আশা করা বাড়াবাড়ি। পরিণয়ের প্রথমদিকে আমার পুরা নামটা সঠিকভাবে উনার মনে থাকতো না, জন্মদিনতো বহুদূরের কথা। যাই হোক, সেই তিনি আজ খুব ভোরে ঘুম ভাঙার পর কানের কাছে মুখ এনে বল্লেন 'হ্যাপি বার্থ ডে'! কি আশ্চর্য! উনার মনে আছে! সারাদিন কত কথা কত জনের সাথে বলি, শুনি। এত মধুর বাক্য তো আগে কভু শুনি নাই।

ছাব্বিশটা বছর পার হয়ে গেল (তাতে কি!) কিন্তু আমার জন্মদিনের সকাল তো কোনদিন এত মিষ্টি হয়নি এর আগে। রহস্যটা অবশ্য তিনি নিজেই ফাঁস করে দিলেন, 'তোমার ছোট মেয়ে রাতে মনে করিয়ে দিয়েছে'। থ্যান্কস 'ছোট মেয়ে'। আশা করছিলাম বলবে 'আজ অফিস যেও না'। বলে নি।

মনে হয় পরের বারের জন্য তুলে রেখেছেন। তারপরও, আজ কি আনন্দ আকাশে বাতাসে! আমি আজ মাইন্ড করবোনা ট্র্যাফিক জ্যামের যন্ত্রণাকে, মাইন্ড করবোনা লোড শেডিংকে, মাইন্ড করবো না অফিসের কাজের লোড আর টেনশনকে, কারণ তিনি আমাকে কানে কানে বলেছেন 'হ্যাপি বার্থ ডে'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.