আমাদের কথা খুঁজে নিন

   

কানের মধ্যে পিঁপড়া; সে এক কাহিনী

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

কাহিনীর নায়িকা স্বয়ং আমি। আমি, আম্মা ও ভাইয়া।

আমরা তিন জন বেশ মজা করি। আম্মা আর ভাইয়া কেউ কারো থেকে কম মজা করে না। আর আমি অল্পতেই রেগে যাই বলে দুজনে মিলে মজা করে আমাকে রাগানোর চেষ্টা করে। সফল ও হয় । তো ঘটনার দিনও বেশ ফুরফুরে মেজাজেই তিন জনে গল্প করছিলাম।

হঠাৎকরে মনে হল আমার কানে কি যেনো উড়ে এসে পড়ল। ভাবলাম কোনো পোকা হবে। ঝাড়া দিয়ে উঠলাম চলে যাবে এই আশায়। কিছুক্ষন পরে মনে হল কানের মধ্যে ফড়ফড় করছে মর জ্বালা কানে আবার বাদুড় ঢুকল নাকি(!) কোনো ভাবেই কিছু হচ্ছে না দেখে আম্মাকে বললাম। আম্মা বললেন কানে পিঁপড়া ঢুকেছে।

শুনেতো আমার কলিজার পানি শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে গেছে। এখন কি করি। পিঁপড়াতো এদিকে দৌড়াদৌড়ি করছে সাথে আমারও চিল্লাচিল্লি বেড়ে গেছে। আমি ভয়ে নড়তে পারছিলাম না কিন্তু চুপও থাকতে পরছিলাম না। মনে হচ্ছিল পিঁপড়াটা যদি কামড় দেয় ।

চিল্লাচিল্লির ফাঁকেই আম্মাকে বললাম পিপড়াটা বের করে দিতে। আম্মা পরে কাঠি দিয়ে বের করে দিলেন। পরে দিখি ওটা ছিল কালো পিঁপড়া। এত্ত ভয় না পেলেও হতো। এখন তো হাসছি কিন্তু তখন যে কি অবস্থা হয়েছিল



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.