আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার বাতাসে নড়ে উঠে কানের দুল ২



কবিতার বাতাসে নড়ে উঠে কানের দুল ১ অদৃশ্য অভিপ্রেত সংলাপ প্রসব বেদনায় অস্থির, উত্তেজিত শিশ্নের অপেক্ষমান বীর্যের মতো। কল্পনা থেকে বর্ণে, শব্দ থেকে বাক্যে প্রচন্ড রুপান্তরে উদ্ধত, কখন শব্দযানে উড়ে যাবে পরিচিতি শহুরে। সুহাসিনী, মধ্যাহ্ণ ভোজও কেটে গেছে দৃশ্যমান সংলাপহীন দুর্বিনীত শব্দের অত্যাচারে রক্তক্ষরন হৃদয়ে। তবে পুরো সময়টাই ধর্ষকে স্থানান্তারিত। সুস্বাদু খাবারে তেলেভেজা চকচকে ওষ্ঠের উত্তাপ চেটেপুটে নিয়েছি আর তুমি ফ্রেমেবন্দী কামনার্ত চোখে ভর্ৎসনা করে স্তন গালিচা পেতে দিলে মৈথুন বিলাসে। চক্ষুপ্রিয়া, অপরাহ্ণ, আবার কাস কাসরুমে তোমার প্রতিটি পদক্ষেপ আমার নখদর্পনে । সাদা নীল বসনে কালান্তরে পরিবর্তিত কপালের নীল টিপ শোকের কালো টিপ কেন পড়লে ? শ্যামলিমা ললাটে বেদনার নীলই তো ভাল ছিলো। নাকি মধ্যাহ্ণের কল্পিত সতীত্ব হারানোর প্রতীক লটকিয়ে দিলে উরুসন্ধিক্ষনের সংগম মাতমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।