আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নামে অনামিকা



আমায় কত নামে ভাবলে, আমি ছিলাম দূরের অনামিকা আমার নাম রূপ নেয় তোমার দেয়া নতুন নামে, সুদূরিকা তুমি নিজেও জানতে না এত মধুর নাম তুমি রাখতে পারো তোমার এত আপন, অন্তরের একান্ত, এত কাছের কারো। ডাকো, ডাকো যত পারো আমায় নতুন নামে ডাকো এমন করে জীবনে কখনো কেউ আমায় ডাকে নিকো। আমি পল্লবিত হই, নতুন করে আবার জন্ম নেই আমি উল্লসিত চরণ কিছুতে মানে না বাধা, যায় না থামি। সে চপলা, চঞ্চলা, উচ্ছলা, উন্মাতাল হরিণী হয়ে ওঠে শুধু একটু নামে? যদি তার সাথে ভালবাসার ফুল জোটে? বলতো তাহলে কি হতে পারে, কী অনুভব করবে তুমি অকারণে, আবেগ মাখানো ঠোঁট তোমায় যাবে চুমি। তোমায় আর অপেক্ষায় রাখবো না আমি, থাকবো না দূরে সব আলো জ্বলে আলোকিত হোক ভরে যাক মিলনের সুরে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.