আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির কারিগর

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

শান্তির কারিগর পরাণ ভইরা শান্তি দে আমার অন্তরে হায়রে অন্তর জুইড়া শান্তি দে আমার অন্তরে।। বন্ধুর লাগি ঘর ছাড়িলাম মন ভাঙ্গিলাম কত সে যে আমায় ছাইড়া গেল চাইলাম তারে যত। জীবন গেল,যৌবন গেল বন্ধু রইলি কই তোরে ছাড়া পাগল আমি কেমনে ঘরে রই। মনের ঘরে জ্বলে আগুন পুড়িয়া অঙ্গার তুই বড় আছিস সুখে নিয়া অহংকার। দারুন জ্বালায় জ্বলছি আমি কার কাছে শুধাই কোন পাষাণে বাঁধি পরাণ কার যে হৃদয় ছুঁই কেমন জ্বলা জ্বলছি বন্ধু জানলি নারে তুই। শান্তির কারিগর পরাণ ভইরা শান্তি দে আমার অন্তরে হায়রে অন্তর জুইড়া শান্তি দে আমার অন্তরে।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।