আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির গল্প

বাঙলা কবিতা

শান্তির গল্প ===== প্রতিটি হাত আর শ্বেত দস্তানা রঙিন হয়ে উঠছে; প্রত্যূষে উদিয়মান সূর্যের সদৃশ এই রঙ... এতে রক্তের প্রসঙ্গ তোলা খুব অমানান! বলা হচ্ছে, শান্তির কথা, এ হচ্ছে মুক্তির প্রসববেদনা; তুমি কাতরাতে থাকো, কিছু খুন-ধর্ষণের সামান্য ঘটনা তুমি ভুলে যাও! ধ্বংসের পাহাড় ফুঁড়ে সূর্য ওঠে, ফোটে কতো বিচিত্র কুসুম! তুমি ধৈর্যশীলা হও! কিছু রক্ত স্মারকের মতো মেখে নাও হাতের তালুতে; এখন শান্তির রঙ লাল... রঙিন হয়ে ওঠো, হাতে হাতে নিরীহ দস্তানা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।