আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্যালিপ্টাস

আমি উঠে এসেছি সৎকারবিহীন
দাঁড়িয়ে থাকে ইউক্যালিপ্টাস আবরণহীন-নির্লজ্জ-ঋজু; শরীরে নির্বোধ টুকরো বাকলের এঁটে থাকবার ব্যাকুল প্রয়াসে দ্যাখে ছায়াসবুজের অপমৃত্যু-শেকড়ের কোষে। ধূসর অপরাহ্ন কিংবা কৃপণ সূর্যাস্তের প্রচলিত বিশ্বাসে সংক্ষিপ্ত বর্ষণের আবেদনে, শঙ্খচিলের আশ্বাস মেনে নেয়া যায়, "ধাপে ধাপে নুয়ে পড়া সমাধির প্রস্তর অনবদ্য প্রলয়ে সাকুল্যে তিনটে কবিতার শুরু দেবে...... এর বেশি কিছু নয়।" তাই নির্মোহ ইউক্যালিপ্টাস; অন্যথায় সে আশ্রয় নিত সিক্ত মৃত্তিকার ভাঁজে; অনাবাদী ঘাসের গল্পে, শ্যাওলার আশ্রয়ে। আত্মাহুতি দিক শোভিত ঘন অরণ্য করাতের পাপে পাথুরে নির্বিষ শোকে; শাদাকালো গন্ধ উপড়ানো নকশা কাটা রাত্রি লুকোক চৈতন্যপুরের ল্যান্ডস্কেপ; বেঁটে মানুষেরা উপাসনা করুক প্রাচীন বটবৃক্ষের; তবুও আমৃত্যু উপেক্ষিত ক্যানভাসে; স্বার্থপর রোদতপ্ত একা, দাঁড়িয়ে থাকবে ইউক্যালিপ্টাস। PRAXIS_rebóurne এপ্রিল, ২০১০
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।