আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তারদের ভিজিট অতিরিক্ত বেড়ে গেছে, আগে ছিলো ২০০-৪০০ টাকা, আর এখন ৮০০-১২০০!!

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । প্রসংগঃ ডাক্তারদের ভিজিট অতিরিক্ত বেড়েছে আপনাদের কি মনে হয়?? - - - - একটা গল্প বলবো আগে আপনাদের মতামত শুনি / / / নাকি বলেই ফেলি গল্পটাঃ আজ হাসপাতালে একজন সাব-অ্যাসিস্টান্ট এডিটর এর সাথে কথা হচ্ছিলো (পত্রিকার নাম বলবো না) ওনার ভাষ্য মতে, ডাক্তারের ফিজ ইদানিং অতিরিক্ত হারে বেড়েছে, আগে ২০০-৪০০ ছিলো, এখন ৮০০-১২০০!! এতো কেন নিতে হবে আমি বললাম, কী মোবাইল ব্যবহার করেন? : নোকিয়া মিউজিক এক্সপ্রেস : আপনার মোবাইল নষ্ট হলে ফোন অষ্টম শ্রেণী পাশ মেকানিক দ্বারা ঠিক করালে চার-পাঁচশ টাকার কম তো দেন না। তাহলে সারা জীবন সর্ব ক্ষেত্রে ভাল ফলাফল করে এতো বছর পরে যিনি বিশেষজ্ঞ কনসাল্টান্ট হয়েছেন তিনি আপনার শরীর ঠিক করার সন্মানি হিসাবে তাঁকে পাঁচশ টাকা দেওয়াটা কি খুবই অসঙ্গত? আর মোবাইল যদি 'নকিয়া কেয়ার' এ দেন, কতো বিল হয় খেয়াল আছে? : না তারপরো এতো নেয়া ঠিক না। অনেকেরই এটা দেওয়ার সামর্থ্য নাই : আপনি ক'জন ডাক্তারের চেম্বারে যান ভাইয়া, আমি জানি আমার অনেক স্যারই অনেক পেশেন্ট প্রাইভেট প্র্যাক্টিসেও ফ্রি দেখেন যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট! আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়? : যারা গরীব? : আপনি আপনার বাসায় কতোজন গরীবকে ফ্রি খাওয়ান? বাংলাদেশে গরীবের জন্য কোথাও কি ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে? : না তারপরো আপনারা তো একটা সেবার কাজে আছেন, আপনাদের মানসিকতা কেন এমন হবে? : ভাইয়া আমি একটু বাথরুমে যাবো, পরে কথা হবে নীতিকথাঃ কিছু সাংবাদিক জন্মগত ভাবেই 'সাপোজিটরী' টাইপের হয় - অন্যের মলদ্বার ছাড়া এরা থাকতে পারেনা তারপরও আপনাদের যদি মনে হয় ভিজিট বেড়ে গেছে, লিখুন আপনি কি মনে করেন ....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.