আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের কানামাছি

লেখিতে এবং পড়িতে ভালবাসি। মেয়ে: কত অভিমান জমেছে হৃদয় গভীরে নীরবে। কত অনুরাগ জমেছে এই বুকের পাজরে। ছেলে: অভিমান কেনো জমে অনুরাগ রেখো বুকে, বৃষ্টি ছুঁয়ে দেখো ভালবাসি তোমারে। কোরাস: হৃদয়ের ভালবাসা দিবো হৃদয়ের চাদরে।

ছেলে: কত স্বপ্নের মায়াজাল শুধু তোমাকে ঘিরে। কত রংয়ের আলপনা খেলা করে অন্তরে। মেয়ে: সেই স্বপ্নের বাসরে সেই রঙের আচড়ে, আমায় সাজিয়ে রেখো অনন্ত কাল আদরে। কোরাস: হৃদয়ের ভালবাসা দিবো হৃদয়ের চাদরে। মেয়ে: একাকী ভাবছি বসে জোছনা ভিজা প্রহরে।

তোমারি জলছবি বুকে আনমনে কড়া নাড়ে। ছেলে: আমার ভাবনার ঘুড়ি তোমার আকাশে উড়ে। সুখের জোনাকী দল হৃদয়ে বাসা গড়ে। কোরাস: হৃদয়ের ভালবাসা দিবো হৃদয়ের চাদরে। (২২-০৫-২০১৩) রাত:০১:০৯মিনিট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.