আমাদের কথা খুঁজে নিন

   

একটি পৌনপুনিক ডিসম্বর

http://www.facebook.com/reyad.parvez.3

এখানে জীবন অনেক সহজ- মরে থাকে মানুষেরা- পড়ে থাকে কফির কাপ,বাসি পেপার- ডিসেম্বরের উজ্জ্বল রোদ. সাঁঝে আলোরা ঝলসে থাকে রেস্টুরেন্টে - কাঁচের গ্লাসে- চামচের টুংটাং এ- প্রেমিকার ফিসফিসে গুন্জনে. এখানেই প্রেম থাকে অনিশ্চয়তার নিশ্চিতে- প্রেমিকের হাত ধরে- প্রেমিকারা বেঁচে থাকে, তারপর মরে যায়. যেন সবাই অন্য পৃথিবীর একেকজন- ভাবনাহীন. এখানে প্রেমেরা সংক্ষিপ্ত সুখের গল্প বলে- প্রেমিক-প্রেমিকারা হাত ধরে হাঁটে- রাতের ছায়াপথে বিষন্ন হয়- তারপর মিলিয়ে যায়, ভাঙ্গা ভাঙ্গা হাসি- উচ্ছ্বল প্রেমালাপ- প্রবল বর্ষনে রিকশায় হুডবৃহীন বৃষ্টি- যেন হাজার বছরে প্রেমের পুণজন্মের গল্প শোনায়. তার পর পরই- পড়ে থাকে কফির কাপ,বাসি পেপার- ডিসেম্বরের উজ্জ্বল রোদ- সাঁঝে আলো ঝলসানো রেস্টুরেন্ট- কাঁচের গ্লাস, চামচের টুংটাং এ- প্রেমিকার ফিসফাস.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.