আমাদের কথা খুঁজে নিন

   

"ধুমপানের অভ্যাস বংশগ"


সম্প্রতি গবেষকরা জানিয়েছেন,ধুমপান শুরুর সময় এবং আসক্তি হিসেবে গড়ে উঠতে জিনের বড় ভ‚মিকা আছে। খবর এএফপি-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ধুমপান আসক্তিতে বা অভ্যাস হিসেবে গড়ে উঠতে কেবল একটি ডিএনএ কোডের কিছু ক্রোমেজোমে পরিবর্তন ঘটে। আর জিনের এ পরিবর্তনই ঠিক করে দেয় কে ধুমপান করবে, আর কে করবে না। এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নেচার জেনেটিক্স’ সাময়িকীতে।

গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ধুমপায়ী ও অধুমপায়ী ১ লাখ ৪০ হাজার মানুষের জিনোম নিয়ে গবেষণা করে এ ফল পাওয়া গেছ। এতে ধুমপায়ী ও অধুমপায়ীদের মধ্যে পার্থক্য দেখা গেছে একটি জিনের ১১তম ক্রোমোজোম এবং নবম ক্রোমোজোমের মধ্যে। ১১ তম ক্রোমোজোমটি ধুমপান শুরুর জন্য স্পষ্টতই দায়ী। আর ৯তম ক্রোমোজোমটি ধুমপান বন্ধ করতে সাহায্য করে বলেই জানা গেছে। জানা গেছে, গবেষণার ফল অনুসারে মানুষের ৮ এবং ১৯তম ক্রোমোজোম নির্ভর জিনের ভিন্নতা সিগারেট পানে উৎসাহ দেয়।

জিনটি প্রতিদিন অর্ধেক সিগারেট বেশি খাওয়ার জন্য উৎসাহী করে তোলে। ফলে শতকরা ১০ ভাগ ফুসফুস ক্যান্সার বাড়ানোর জন্যও দায়ী এই জিন- এমনটিই জানিয়েছেন গবেষকরা। গবেষক ক্যারি স্টিফেনসান-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ধুমপান সবার জন্যই ক্ষতিকর। এ গবেষণার ফলে ধুমপান বন্ধ করতে এবং এর কারণ জানতে জিনের ভূমিকা জানা সম্ভব হলো।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।