আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপান কেন করবেন না.. (ধুমপানের মান বিষ পানের সমান)

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
আল্লাহ তায়ালা বলেনঃ "তিনি তোমাদের জন্য পবিত্র বস্ত ও ভাল ((তাইয়েবাত) ব্স্তু হালাল করেন আর ক্ষতিকর-নোংরা (খাবায়িস) জিনিস হারাম করেন। " (সূরা আল-আরাফ-১৫৭) সুতারাং ধুমপান নিশ্চয়ই খাবায়িস এর অন্তর্ভূক্ত, তাই তা পান করা বৈধ (হালাল) নয়। আল্লাহ তায়াল আরো বলেনঃ "তোমরা নিজেদের জীবন ধংসের সম্মুখীন করো না। " (সূরা আল-বাকারা-১৯৫) আল্লাহ তায়ালা আরো বলেনঃ "তোমরা অপচয় করো না, অপচয়কারীরা শয়তানে ভাই।

" (সূরা আল-ইসরা-২৭) রাসুলুল্লাহ (স.) বলেছেনঃ "আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের তিনটি বিষয় ঘৃণা করেন। ১. ভিত্তিহীন ও সনদ সূত্র বিহীন কথাবার্তা ২. অধিকহারে প্রশ্ন করা ও ৩. সম্পদ নষ্ট করা। (বুখারী ও মুসলিম) রাসুলুল্লাহ (স.) বলেছেনঃ "যে সকল কথা ও কাজ মানুষের কোন উপকারে আসে না তা পরিহার করা তার ইসলামের সৌন্দর্য। " (মুসলিম) আমরা সকলেই স্বীকার করি ধুমপান কোন উপকারে আসে না। বরং ক্ষতিই করে।

========================================== ধুমপানকারী ধুমপান করে সম্পদ নষ্ট করে এ ব্যপারে কারো দ্বী-মত নেই। *** ধুমপানকারী ধুমপানের দ্বারা স্ত্রী-পরিজন, সহযাত্রী, বন্ধু ও আশেপাশের লোকজনকে কষ্ট দিয়ে থাকে। *** অনেকে নীরবে কষ্ট সহ্য করে মনে মনে ধুমপানকারীকে অভিশাপ দেন। ***ধুমপানকারীর দাতে, মুখে ও ফুসফুসে কালো আরবণ তৈরী করে। *** ধুমপানকারীরা অধিকরত উগ্র মেজাজের হয়।

তাই আসুন সকলে মিলে আমরা আমাদের সমাজকে ধুমপান মুক্ত করার চেষ্টা করি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.