আমাদের কথা খুঁজে নিন

   

বাদরামী সমুহ - ১

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

কিছু বাদরামির ঘটনার কথা মানুষ কোন দিনই ভুলতে পারে না আবার সব সময় মনেও থাকে না, হঠ্যাৎ করে মনে পড়ে আবার ভুলে যায়।এই জাতের কিছু ঘটনা নিচে তুলে ধরব। ক্লাস থ্রিতে পড়ার সময়কার কাহিনী ,আমি বাসায় মারাত্বক আ্যাকটিভ হইলেও স্কুলে উপরে উপরে সেই ভ্দ্র্র পুলা । আমার ক্লাসের পুলাপানগুলার মধ্য কিছু ছিল সেই গোছের যারা কিনা ভ্দ্র গোছের পুলাপানের উপর আত্যাচার করত যেমন: জোর কইরা টিফিন খাওয়া, ধাক্কা দিয়ে ফেলে দেয়া,পানি দিয়ে ভিজানো ইত্যাদি । যাই হোক তারা যথারীতি আমার পিছে লাগল ২-৩ দিন আমারে জ্বালানের পর আমি ও পাল্টা এক বাড়ি দিবার চাইলাম। পরের দিন ৬ না ৭ টা তেলাপোকারে (২-৩ টা কোনমতে বাইচা ছিল , বাকিগুলার জীবন আমি ঐ গুলারে ধরবার সময়ই কবচ হয়া গেছিলো ) একটা ইরামিনের চারকোনা কাগজের প্যাকেটে নিয়া গেলাম এবং সুযোগ মত প্যাকেটটা একটার ব্যাগে খালি করে দিলাম তারপরে অপেক্ষার শুরু ২য় ক্লাসে অংক স্যার যখন পোলাপানরে বেত দিয়া আদর শুরু করছে তখন ঐ পুলা দিল দিগবিদারি চিৎকার আর তিরিং বিরিং ডিসকো ক্লাসের পুলাপান পরে ক্লাস ৬ পর্যন্ত ওরে তেলাপোকা ডিসকো বইলা ডাকতো ক্লাস ৬ এ স্কুল চেন্জ কইরা সে এই নাম থিকা রক্ষা পাইছিলো । আর এক বার ক্লাস ফোরে পরীক্ষার সময় সিট পড়ছে ক্লাস নাইনের আপুদের সাথে যথারীতি ক্লাস টেনের বড় ভাইদের কাছে আমাদের সেই ডিমান্ড এর মধ্যে আমরাও পুলাপানেরা যথারীতি পিয়ন গিরি শুরু কইরা দিলাম এর মধ্যে এক বড় ভাই আমারে ডাইকা কয় এই কাগজটা ওরে দিবা তাইলে সিংগাড়া খাওয়াবো আমি বললাল কয়টা ??? বলে যে কয়টা ইচ্ছা পরে দিয়া আইলাম আর আপুরে জিগাইলাম কি বলব?? আপুতে বললো পরে বুজাইবো আর আমি গিয়া একটু মডিফাই কইরা ঐ ভাইরে কইলাম পরে বলবো এই শুইনা ভাইয়া তো সেই খুশি আমারে নিয়া ক্যান্টিনে গিয়া ৫টা সিংগাড়া আর একটা কোকের বোতল কিনা দিল পরের দিন ঐ আপু সেই চিঠি নিয়া দিল এক স্যারের হাতে ব্যাস বাকিটা অনুমেয় আশাকরি তবে ওই ভাইয়াও আমারে ছাড়ে নাই পরের বছর স্কাউটে মাস তিনেক ভালই জ্বালাইছে তবে কাহিনি হইলো তারা এখন চুটায়ে প্রেম করতাছে এবং আপু আমারে ভালই ভালা পায় আর ভাই এ দেখলেই কয় আমার ৫ টা সিংগাড়া আর কোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।