আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবনে বাদরামী...

তারা ভরা রাতের নিষাচর... বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেয়েদের দলে ছেলে খেলোয়াড় নামিয়ে খেলানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দরবান শহরের রাজার মাঠে ছিলো ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। এতে গোয়ালিয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলতে নামে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। মেয়েদের এই খেলায় গোয়ালিয়াখোলা বিদ্যালয় দলে নামানো হয় তাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মেয়ে সেজে খলতে নামে সে।

খেলা চলাকালে ওই খেলোয়াড়ের খেলার কৌশল ও শারীরিক ভঙ্গি দেখে বিপক্ষ দল ও মাঠে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে চ্যালেঞ্জ করা হলে প্রধান অতিথি এবং প্রশাসনের কর্মকর্তারা যাচাই করে নিশ্চিত হন যে, মেয়েদের দলের এই খেলোয়াড় আসলে ছেলে। এই ঘটনার প্রতিবাদে হেরে যাওয়া দল পুরস্কার গ্রহণে বিরত থাকে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে অভিযুক্ত স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল আলম জানান, ফাইনাল খেলায় তাঁর স্কুলের মেয়ে দল গোয়ালিয়াখোলা দলের মুখোমুখি হয়।

কিন্তু খেলার সময় গোয়ালিয়াখোলা দলের মিড ফিল্ডার এক খেলোয়াড়ের খেলার কৌশল ও শারীরিক ভঙ্গি দেখে সন্দেহ হয় যে, ওই খেলোয়াড় মেয়ে নয়। এক পর্যায়ে অতিথিরা ওই খেলোয়াড়কে ডেকে এনে যাচাই করে নিশ্চিত হন যে, সে মেয়ে নয়, ছেলে। মেয়ে সেজে খেলতে নেমেছে। বান্দরামী কইরা সর্বসমক্ষে মান ইজ্জত গেলোরে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।