আমাদের কথা খুঁজে নিন

   

দূর্নীতিবাজদের জন্যে রক্ষাকবচঃ দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে ৫ বছরের জেল



মিথ্যা অভিযোগের ক্ষেত্রে শাস্তির বিধান রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইন-২০০৪-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ বলেন, খসড়া আইনে দুদকে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে তাঁর বিরুদ্ধে পাঁচ বছরের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। অভিযোগ তদন্তের স্বার্থে দুদক সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও অধীন কার্যালয়ের কর্মকর্তাদের সহায়তা চাইতে পারবে।

আবুল কালাম আজাদ বলেন, দুদককে কার্যকর ও জবাবদিহি করতে সরকার এ সংশোধনী এনেছে। প্রেসসচিব জানান, বৈঠকে বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে জানানো হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় গ্রিডে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হয়েছে। দুই মাসের মধ্যে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভার বৈঠকে দি ইয়ুথ এমপ্লয়মেন্ট নেটওয়ার্কে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং সার্ক কনভেনশন অন কো-অপারেশন অন এনভায়রনমেন্টে স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

Click This Link এ সরকার ক্ষমতায় আসার পরে সরকারী মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা একের পর এক একচেটিয়া ভাবে প্রত্যাহার করা হচ্ছে। এ দূর্নীতি মামলাগুলো মূলত গত তত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা হয়েছিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।