আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্ন রকম টকশো

সঞ্চালক : হ্যালো, যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ। আমরা আজ আমন্ত্রণ অথবা নিমন্ত্রণ জানিয়েছি দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। যাদের আপনারা নাও চিনতে পারেন। তবে আমরা বাজারে সাঁড়াশি অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে অনুষ্ঠানে হাজির করতে সমর্থ হয়েছি। তারা একজন হলেন বিশিষ্ট ক্রেতা এবং আরেকজন হলেন বিশিষ্ট বিক্রেতা।

আমরা প্রথমেই যাব বিক্রেতার কাছে। বিক্রেতা ভাই, এই যে আপনাকে এখানে আনা হলো তাতে আপনার অভিমত বা মতামত কি?

ক্রেতা : বিক্রেতার কাছে পরে আসেন। আগে আমি বলি। আপনে টক-শোয়ের কথা বললেন। একটু মিষ্টি শো করেন না।

কথাও মিষ্টি হইব। সঙ্গে একটু মিষ্টি হলে ভালোই হতো।

সঞ্চালক : আচ্ছা, আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা করা হবে। এবার বিক্রেতা ভাই আপনার মতামতটা কাইন্ডলি জানাতেন।

বিক্রেতা : রাখেন মিয়া মতামত।

আমরা তো বহুত বেকায়দায় আছি। জানেন, মনটা কষ্টে অনবরত ফুসফাস করে।

সঞ্চালক : আমরা তো সেটাই জানতে চাইছি। কেন আপনাদের এত কষ্ট?

বিক্রেতা : শোনেন...

ক্রেতা : আরে আপনি রাখেন, সঞ্চালক ভাই, আমারে ডাকলেন না তবুও শুরু করতে বাধ্য হলাম। আপনার অপজিট সাইটে অবস্থানরত বিক্রেতা শুধু নিজেদের অধিকার নেই বলেই সাফাই গাইলেন।

কিন্তু আপনারা কি জানেন তারা আমাদের সব সময় ঝাড়ির উপর রাখে। গতকালের একটা ঘটনা শুনাই আপনাদের। বেশ চপলতার সঙ্গে বাজারে মাছ কিনতে গেছিলাম। দেখি একটা মাছ আমার দিকে পিটপিট করে তাকিয়ে আছে। দাম জিজ্ঞাসা করলাম।

বিক্রেতা বলে হাজার টাকা কেজি। বলেন এটা কি মগের মুল্লুুক? হাজার টাকা চাইল আর আমি দিয়া দিলাম। আমিও দাম হাঁকালাম আধাআধি। ব্যাস বিক্রেতা ক্ষেপে ফায়ার। বলে কি ওই টাকা দিয়া নাকি চিনাবাদাম চিবান লাগবে।

বলেন কি অপমান। আমি ক্রেতা। আমার অধিকারের বলে যে কোনো দাম বলতেই পারি।

বিক্রেতা : আপনে কিন্তু লাইন ক্রস করে ফাউল টক করে চলেছেন। আমার মতে বিক্রেতারা দিলখোস মানুষ।

তারা আপনাদের জন্যই বিক্রি করে। আমি বিক্রেতাদের প্রতিনিধি হিসেবে বলতে চাই, আপনাদের মতো ক্রেতাদের জন্য বিক্রেতারা আজ নিষ্পেষিত,অবহেলিত...

ক্রেতা : আরে যাত্রাপালার ডায়লগ রাখেন। আমরাই উল্টো পথে ঘাটে মাঠে প্রতিনিয়ত অপমানিত হচ্ছি।

বিক্রেতা : আপনি যাবেন বাজারে। পথেঘাটে যাবেন কেন।

মিসটেক করবেন না। আমরা পথেঘাটে কিংবা মাঠে সবজি বা মাছের পসরা নিয়ে বসি না। আমরা বসি বাজারে। আর আপনে পটল তুলবেন না মুলা তুলবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। সে বিষয়ে আমাদের বলে লাভ নেই।

সঞ্চালক : প্লিজ, আপনারা মাথা কুল রাখুন। প্রয়োজনে ঠাণ্ডা পানীয়র ব্যবস্থা করা হবে আপনাদের জন্য।

ক্রেতা : খ্যাতা পুড়ি আপনার ঠাণ্ডার। বিক্রেতা আমার সঙ্গে হট আচরণ করেছে। ভাগ্য ভালো উনার।

উনি আপনার অপজিট সাইটে অবস্থান করছেন।

বিক্রেতা : আপনে কিন্তু কথা বেশি বলে ফেলছেন। বেশি কথা বললে কি পুরস্কার পাবেন? কথা কম বলেন।

সঞ্চালক : দেখুন ভাইয়েরা, এটা লাইভ টক শো। আপনারা উত্তেজিত হবেন না।

সবাই এটা দেখছে।

ক্রেতা : টিভিতে তো দেখবেই, টিভি কি কোল নিয়ে ঘোরার জন্য? দেখতে দেন।

সঞ্চালক : হেল্প, আমি মাইনকার চিপায় পড়ছি। শেষ ম্যাষ আমারেই দুজনা খাইয়া ফালায় কিনা বুঝবার পারতাছি না। দর্শক বিদায়।

আর আপনাদের লাইভ দেখাতে পারছি না। পরিস্থিতি ঘোলাটে, উত্তপ্ত। তপ্ত আগুনের সামনে দাঁড়িয়ে আছি আমি। কি ঘটে বোঝা যাচ্ছে না। যদি সুস্থ থাকি দেখা হবে আগামী অনুষ্ঠানে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.