ঢাবির ক ইউনিটে ভর্তির খুঁটিনাটি নিয়ে ধারাবাহিক ভাবে লিখছিলাম। এর আগের দুই পর্বে (১ম পর্ব, ২য় পর্ব )লিখেছিলাম ভর্তির জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে আজ আর এর পরের পর্বে লিখেছিলাম আপনি যদি ভর্তি পরীক্ষায় টিকে যান তবে চয়েজ ফর্ম পুরন করবেন কিভাবে, মেধা তালিকা এবং মেধাক্রম কি ইত্যাদি নিয়ে। সাবজেক্ট চয়েজ করার আগে অনেকে কনফিউশনে ভোগে কোন সাবজেক্ট রেখে কোন সাবজেক্ট পড়বে , অনেকে আবার জানতে চায় কোন সাবজেক্টের বর্তমান বাজার ভ্যালু ভাল ( কোনটাতে পড়ে সহজে চাকরি পাওয়া যাবে আরকি ) , অনেকে চায় সেশন জট মুক্ত সাবজেক্ট পড়তে । এসব প্রশ্নের উত্তরই আজকে আমি আমার এই ব্লগে দেওয়ার চেষ্টা করবো । আমি এখানে ক ইউনিটের বিশটি সাবজেক্টের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার সাবজেক্ট চয়েজের ব্যাপারটা সহজ হয় । ক ইউনিটের সাবজেক্টগুলো পাঁচটি ফ্যাকাল্টি আর দুইটি ইন্সটিটিউশনের মাঝে বিন্যস্ত । এগুলো হল – পড়ুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।