আমাদের কথা খুঁজে নিন

   

বেলাজ বেহায়া পাতিছে বেশরম ফাঁদ

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

একে একে মৃত্যুর মিছিলে চলেছে তরুণী কারে গিয়ে কই তোরে ভালোবেসে হব খুনি বেলাজ বেহায়া পাতিছে বেশরম ফাঁদ এ বড় অন্ধকার রাত বড় উন্মাদ। আমি তবে কার কাছে যাই কারে শুধাই কারে কই জ্বালা হৃদয় জুড়াই অমন করে কার লাগি রাত জাগি কুঁড়াই ফুল গাঁথি মালা। নীরব অভিমানে এভাবে চলে গেলি কার সনে বল খেলি জলকেলি কারে ঢালি জল কার কানে কই 'না গো সাই বলা' কার প্রেমে পুড়িয়া অঙ্গার হব প্রেম কালা? কোথায় রাখি আমার ব্ল্যাকহোল প্রেম বাঁশি ক্যামনে বাজাই এ বন্ধু শ্যাম। একে একে মৃত্যুর মিছিলে চলেছে তরুণী কারে গিয়ে কই তোরে ভালোবেসে হব খুনি বেলাজ বেহায়া পাতিছে বেশরম ফাঁদ এ বড় অন্ধকার রাত বড় উন্মাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।