আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু পরিবর্তন



বিজ্ঞান প্রযুক্তি | 13.04.2009 জলবায়ু পরিবর্তন জলবায়ুর পরিবর্তন আজ এক স্বীকৃত সত্য, বাস্তব ঘটনা৷ তাপমাত্রা বাড়ছে৷ ঘটছে পৃথিবী নামের গ্রহটির উষ্ণায়ন৷ উষ্ণতা বাড়ার কারণে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হার বাড়বে বলেও আশংকা৷ জলবায়ুর পরিবর্তন ও তার ক্ষতিকর প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করতে ডয়চে ভেলের বিশেষ আয়োজন ... DW-WORLD.DE বাংলাদেশ প্রেক্ষাপট বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ইইউ তহবিল বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোপেনহেগেন সম্মেলনে আইনগত বাধ্যবাধকতা সম্বলিত একটি চুক্তি সম্পাদনের বিষয়ে বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন৷ বাংলাদেশে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি ঢাকা চিড়িয়াখানার জলাভূমি প্রতিবছর শীতে পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে৷ কিন্তু এবছর এই মাঘের শীতেও অতিথি পাখির দেখা নেই৷ চিড়িয়াখানার দর্শনার্থীদের তাই খাঁচার পাখি দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে৷ কোপেনহেগেনে বাংলাদেশের শিশুরা কোপেনহেগেন সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের শিশুরা জানিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের শিশুরা মারা যাচ্ছে৷ তারা হারাচ্ছে তাদের বাবা-মাকে৷ তাদের পড়াশুনা বন্ধ হচ্ছে৷ বাড়ছে শিশু শ্রম৷ ক্ষতিপূরণের ১৫ শতাংশ দাবি করেছে বাংলাদেশ ৩০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ তহবিলের ১৫ ভাগ দাবি করেছে বাংলাদেশ৷ পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বন্যা সহিষ্ণু ধান পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ নতুন উদ্ভাবিত বন্যা সহিষ্ণু তিন প্রজাতির ধানের পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত পর্যায়ে আছেন বাংলাদেশের গবেষকরা৷ তারা বলছেন, সফলভাবে এ ধান প্রবর্তন করা গেলে প্রতিবছরের বন্যা মোকাবিলা করে ভাল ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা৷ গৃহহীন হবে বাংলাদেশের তিন কোটি মানুষ বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে খুব একটা ধারণা নেই নাজমার৷ তবে সে এতটুকু বোঝে, প্রতিদিন চুড়ি বানাতে গিয়ে যেভাবে তার হাত পোড়ে, তেমনি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলেও পুড়ছে পৃথিবী৷ ১০ বছর বয়সি আসমা কিছুদিন আগেও ছিল এক নদীর তীরে৷ বদলে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জীবনধারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জীবন বদলে যাচ্ছে৷ নোনা পানির এলাকার মানুষরা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত৷ চলুন সেই পরিবর্তনের একটি চিত্র আপনাদের জানাই৷ এশিয়ার মেগাসিটিগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা জলবায়ু পরিবর্তনজনিত কারণে এশিয়ার মেগাসিটিগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর বাংলাদেশের রাজধানী ঢাকা৷ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডাব্লিউ ডাব্লিউ এফের সদ্য প্রকাশিত রির্পোটে এই তথ্য জানানো হয়েছে৷ পরিবেশ শরণার্থীদের শেষ ঠিকানা রাজধানী ঢাকা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে স্থানচ্যুত মানুষের ভিড় বেড়ে চলেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়৷ সাথে রয়েছে অপরিকল্পতি এবং দ্রুত নগরায়ণ প্রক্রিয়া৷ ফলে পরিবেশের অবক্ষয়সহ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে রাজধানী - মন্তব্য বিশ্লেষকদের৷ জলবায়ু পরিবর্তনের শিকার সুন্দরবন জলে কুমির ডাঙ্গায় বাঘ! প্রবাদটি শুনলে যে কেউ বলবেন, আমি কোথাকার কথা বলছি৷ সে যে সুন্দরবন! রয়েল বেঙ্গল টাইগারের বন, মায়াবী চিত্রা হরিণের বন, বন পাখির, সুন্দরী গাছের৷ এই বন দুষ্টু বানরের দলের, বন মোরগের ছুটে চলার বন৷ বদলে যাচ্ছে বঙ্গোপসাগর, হুমকির মুখে জেলেরা বদলে যাচ্ছে বঙ্গোপসাগর, মাঝিমাল্লা আর জলবায়ু বিশেষজ্ঞদের মতামত এমনই৷ তাদের কথায়, জলবায়ু পরিবর্তনের ফলে যখন তখন ঝড় উঠছে বঙ্গোপসাগরে, হঠাৎ বদলে যাচ্ছে আবহাওয়া৷ আর এই পরিবর্তনে শঙ্কিত সাগরের জেলেরা৷ (21.10.2009) পলিমাটি জমে সাগরতীরে নতুন ভূমির সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের একটি বিশাল এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকা করছেন বিজ্ঞানীরা৷ কিন্তু প্রতিবছর বিপুল পরিমাণ পলিমাটি জমে সাগরতীরে নতুন ভূমিরও সৃষ্টি হচ্ছে৷ আন্তর্জাতিক উদ্যোগ কার্বন নির্গমনের হ্রাসের প্রতিশ্রুতি দিল বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন দেশ জাতিসংঘের কাছে কার্বন নির্গমণের মাত্রা কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে৷ এদের মধ্যে শিল্পোন্নত এবং উন্নয়নশীল বিশ্বের বড় দেশগুলোও রয়েছে৷ জলবায়ু সম্মেলনের চুলচেরা বিশ্লেষণ এবং সিয়াচেন হিমবাহ কোপেনহেগেনে জলবায়ু সম্মেলন শেষ হবার পর এখন শুরু হয়েছে পরবর্তী মেক্সিকো সম্মেলন নিয়ে নানা কথামালা৷ রয়েছে সিয়াচেন হিমবাহকে পার্কে রূপান্তরের প্রস্তাব নিয়ে প্রতিবেদন৷ বিশ্ব জলবায়ু সম্মেলনকে ‘বিফল’ বলে চিহ্নিত করলো ইইউ সদ্য সমাপ্ত কোপেনহেগেন জলবায়ু সম্মেলনটি বিফল হয়েছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ মঙ্গলবার ব্রাসেলস-এ ইউরোপীয় ইউনিয়নের পরিবেশমন্ত্রীরা জানান, বিশ্বব্যাপী উষ্ণায়ন রোধে আরো সুনির্দিষ্ট ও কার্যকরী আইনি পদক্ষেপ প্রয়োজন৷ সিদ্ধান্ত নয়, স্বীকৃতি দিয়ে শেষ কোপেনহেগেন সম্মেলন কোনরকম সিদ্ধান্ত ছাড়াই একটি স্বীকৃতির মধ্য দিয়ে শেষ হলো কোপেনহেগেন সম্মেলন৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসাবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা এটিকে বলছেন ব্যর্থতা৷ আর্দ্রতা মাপার বিশেষ স্যাটেলাইট কক্ষপথে ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি বিশেষ স্যাটেলাইট প্রায় ৩ বছর ধরে ভূ-পৃষ্ঠে আর্দ্রতার সূক্ষ্ম পরিমাপের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে৷ বিমান চলাচলে ‘পরিবেশ বান্ধব’ নীতিমালা বিশ্বের চারটি শীর্ষ বিমান সংস্থা এবং বিমান বন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা বিএএ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নতুন চুক্তিতে বিমান চলাচলের কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমনের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন৷ আরো যারা ক্ষতির মুখে এভারেস্ট কালাপাথর শৃঙ্গে বৈঠক করলো নেপাল মন্ত্রিসভা মালদ্বীপের মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক হয়েছিল সমুদ্রের নীচে আর শুক্রবার দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের মন্ত্রিসভার বৈঠক হলো এভারেস্ট পর্বতমালার কালাপাথর শৃঙ্গের চূড়ায়৷ পানির নীচে মালদ্বীপ মন্ত্রিসভার বৈঠক জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বিশ্ববাসীর নজর কাড়তে এক অভিনব কাজ করেছে মালদ্বীপের সরকার৷ শনিবার সাগরের তলে ডুবুরির পোশাক পরে মন্ত্রিসভার বৈঠক করেছে তারা৷ সমুদ্রের অতল গহীনে হারিয়ে যাবে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ৷ আনুষ্ঠানিক নাম রিপাবলিক মালদ্বীপ৷ মালদ্বীপের সমুদ্র সৈকত সারা বিশ্বের পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু৷ ভাবা যায় সেই মালদ্বীপ হারিয়ে যাবে সমুদ্রের অতল গহীনে৷ অন্যান্য প্রতিবেদন হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলছে, তথ্যটি ভুল হিমালয়ের বরফ গলে যাচ্ছে৷ আর এই হিমবাহগুলো গলে যাওয়ার মাত্রা এতটাই দ্রুত যে বিশ্বের উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে ২০৩৫ সালের মধ্যে হিমালয়ের এই হিমবাহগুলো গলে যাবে৷ 'বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় মুক্ত ছিল ২০০৯' ২০০৯ বছরটি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পার হয়েছে৷ কিন্তু এখনও জলবায়ুর পরিবর্তন হুমকি হয়ে আছে, বলছে মিউনিখের পুনর্বিমা কোম্পানি ‘মিউনিখ রি’৷ জলবায়ুর পরিবর্তনে মরতে পারে ৪ লাখ শিশু ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা আর খরায় প্রতি বছর প্রাণ হারাতে পারে ৪ লাখ শিশু৷ শিশু দাতব্য সংস্থা সেভ দ্যা চিলড্রেন জানাচ্ছে এমন তথ্য৷ জলবায়ু দূষণের প্রভাব পড়ছে জনসংখ্যাতেও ‘ক্লাইমেট চেঞ্জ’ বা জলবায়ু দূষণ কী জনসংখ্যাতেও প্রভাব ফেলছে? জাতিসংঘের জনসংখ্যা রিপোর্টের ইঙ্গিত তেমনই৷ বাড়ছে ধনী দরিদ্রের ভেদাভেদ, বাড়ছে নারী পুরুষের সংখ্যার তারতম্য৷ জলবায়ু পরিবর্তন: গাছপালা ও প্রাণীকূল সর্বোচ্চ হুমকির মুখে বিশ্বব্যাপী জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণের ফলে বর্তমানে যে প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে পৃথিবীর ২০ থেকে ৩০ শতাংশ গাছপালা ও প্রাণী রয়েছে সর্বোচ্চ হুমকির মুখে৷ যারা পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যেতে পারে৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে শস্য উৎপাদনে গবেষকরা আশংকা করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শস্য উৎপাদন ৫০ শতাংশ কমে যাবে৷ এর ফলে ঐ অঞ্চলে ক্ষুধা ও দারিদ্র্যের মাত্রা আরো বেড়ে যাবে৷ ক্লাইমেট পডকাস্ট আমাদের বিশেষ আয়োজন ‘সবুজ পৃথিবী’ আমাদের পরিবেশ বিষয়ক পরিবেশনা ‘‘সবুজ পৃথিবী’’৷ বিশ্বে উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানিসহ নানা বিষয় নিয়মিত শুনতে পাবেন এখানে৷ WWW-Links জলবায়ু পরিবর্তন ইস্যুতে ডয়চে ভেলের বিশেষ আয়োজন ডয়চে ভেলে ক্লাইমেট ব্লগ ছবিতে গ্রীনল্যান্ডের বর্তমান অবস্থা যে কারণে দারিদ্র্যতা Audios und Videos zum Thema DW-TV: পরিবেশ বাঁচাতে যুদ্ধ DW-TV: পাখিদের জীবনযাত্রা বদলে দিচ্ছে জলবায়ু পরিবর্তন DW-TV: জার্মানির সমুদ্র উপকুলে জলবায়ু পরিবর্তনের প্রভাব DW-TV: হাজার বছরের পুরনো গাছের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব DW-TV: জলবায়ু পরিবর্তনের ফলে মাটির নিচের বিভিন্ন স্তরে পরিবর্তন আসছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।