আমাদের কথা খুঁজে নিন

   

একটি নিখাদ প্রেম কাব্য : মজলিশ-এ সূরা



তামাম জগতে, দলের মধ্যখানে যত বুড়া সদস্য, সব, সূরা সদস্য। এমন প্রমাণ সর্বত্রই, এই দুনিয়ায় তাবৎ কিন্তু কদিন যাবত। ভেবে ভেবে আমি অবাক হই, পারিনা মেনে নিতে, দেখি তোমার ফ্যামিলীতে। তোমার যুবক ভাইও ঢুকে গেছে মজলিশে তাই পায়না দিশে। অকাল-ক্ষমতায় ভেঙ্গেছে গনতন্ত্রের ফ্রেম।

এর সাথেই ভেঙ্গেছে বালিকা, তোমার আমার প্রেম। তোমার আমার একটা জীবন হতে পারে দাম্পত্যের; অধিকার পাবো স্বামীর। সিদ্ধান্ত দেবেন জানি, তোমার বাবা। আমীর। তা না, তোমার ভাইয়ের কুটচালে তা, কানা।

এমন কি সেই তোমার মাও; নায়েবে আমীর, নায়েব। বুঝে না বুঝেই, করে দিলো প্রেম অধিকারখানা গায়েব। তাই জোর দাবী; থামাও এই অগণতান্ত্রিক গাড়ী দিওনা এতে সিএনজি, তেল; অপসারণ চাই তোমার ভাইটার ওই, সেক্রেটারী জেনারেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.