আমাদের কথা খুঁজে নিন

   

ত্যাগ

মুহসিন আব্দুল্লাহ

ত্যাগ মুহসিন আব্দুল্লাহ অন্ধ বাদুড়ের মত বদ্ধ তোমার চেতনার দ্বার আলোকের ভয়ে তাই লুকাও অন্ধকারের কৃষ্ণপর্দায় হৃৎপিন্ডের গহ্বরে গড়েছ নৃশংস কীটের আঁধার পাশবিকতার বিমূর্ত চিত্র তোমার চোখের আভায়। প্রতিটি লোমকূপের গোড়ায় নৃত্য করে খলনায়কের আত্নারা সত্যের নির্মম নিঃশ্বাস তোমার দম বন্ধ করে অজান্তে তবুও ডাকে সুন্দরের পূজারীরা, দেয়নি তোমাকে বাদ তারা অহরহ রক্ত ঢালে বাঁচাতে তোমায়,সত্যের পথে ফিরে আনতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।