আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টু খোকার আবদার......!!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

ঘরের দাওয়ায় মায়ের কোলে খোকা...দুষ্টু সে যে ভীষন গতিরাম,বিচিত্র সব ভাবনা চিন্তা খোকার মাথায়,ঘুরছে অবিরাম.......। খোকা বলে মাগো,নদী কেন বয়,পাখি কেন গায় আমি ও গাইবো তাদের সাথে নাচবো ঐ ঢেউয়ের তালে.....। দেখ দেখ মাগো, ঐ তো পাখির দেশ সুখ ছড়ানো,রঙ ছিটানো,আনন্দের নেইকো শেষ শোন মাগো,ঐ গগন'পরে,পাখিরা সব ডেকে ডেকে মনটা আমার কাড়ে।

মা বলে.... যাসনে খোকা ওরে, ঐ পাখির দেশে,ঐ আকাশ'পরে, তুই গেলে আমি একা থাকবো কেমন করে। খোকা বলে... মাগো, আকাশ কত বড়,গিয়ে দেখি তারা কেন জ্বলে মিটিমিটি হেসে তারা কী যে কথা বলে। দেখ দেখ, "তারার দেশের আলোর ঝালর দেখতে কী চমৎকার ! আতশবাতির ঝকমকানিতে খুশীতে হব একাকার" তারার দেশে তারা গুনে,খেলবো আমি তাদের সনে সাঁজ ফুরালে আসবো ফিরে ,তোমার কথা থাকবে মনে। মা বলে... যাসনে খোকা ওরে..ঐ তারা'র খোঁজে ,তারা রাজ্যদ্বারে তুই গেলে আমি একা থাকবো কেমন করে। খোকা বলে মাগো, সাগর কত বড়,এতে কত জল ধরে যাচ্ছি মাগো,সাগর সেঁচবো,মুক্তার মালা এনে পড়াবো তোমার গলে..।

পাতাল দেশের রাজকন্যা,সুন্দরী সে যে অতি সুবর্ণা জল-ঘোড়ায় চেপে, যাবো সে দেশে,রাজপুত্র সেজে রাজকন্যাকে নিয়ে আসবো,নববঁধু বেশে। মা বলে, যাসনে খোকা ওরে.....সাগর অথৈ...যাসনে ঐ সাগর পাড়ে তুই গেলে আমি একা থাকবো কেমন করে। খোকা বলে , পাহাড় কত উঁচু ! মেঘগুলো ঐ পাহাড়ের গায়ে খেলছে পিছু পিছু মা, আমি একটু খেলি তাদের সাথে.... পাহাড়ের চূড়ায়....মেঘের দেশে ,চুপটি করে যাবো , কথা দিলাম ,দুপুর বেলায় ঠিক ঘুমটি যাবো। মেঘের সাথে মেঘ মিশিয়ে বানাবো মজার ফালুদা খুশী হবে আমার সখা, মেঘ বালিকা প্রমদা। মা বলে........ যাসনে খোকা ওরে. ..মেঘের দেশে,মেঘ বালিকার ঘরে তুই গেলে আমি একা থাকবো কেমন করে.।

খোকা বলে.. মাগো, দাও না বলে কীভাবে খাই লুটোপুটি ঐ ঝরনার সাথে কীভাবে ঐ গুহার আঁধার দেখি ! কথা দিয়েছে , গান শুনাবে বন্ধু সুখ পাখি কন্দরে মণিমাণিক্য হীরা পান্নার মেলা ফিরে এসে দেখবে আমার , ভরা মস্ত ঝোলা। মা বলে............ যাসনে খোকা ওরে. ..ঐ গুহার শেষে ,যেখানে ঝরনা-পাখি স্বরে তুই গেলে আমি একা থাকবো কেমন করে.। খোকা বলে, দাও না পেড়ে, ঐ আকাশের চাঁদ খেলবো দুজন মনমতো...না না তুমি পারবে না যাচ্ছি আমি পঙ্খিরাজে চড়ে,ঐ তো চাঁদের দেশ,আনন্দের কী আছে শেষ! ঐ যে দেখ, আমায় ডাকছে চাঁদের বুড়ি.... দোহাই তোমার..একটু দাঁড়াও বুড়ি তুমি যাকে মা বলো তিনিই আমার খুড়ি একটু দাঁড়াও বুড়ি .. তোমার জন্য হাতে আমার এই যে লাল ঘুড়ি। মা বলে............ যাসনে খোকা ওরে. .. চাঁদের দেশে ..ঐ বুড়ী'র ক্রোঁড়ে তুই গেলে আমি একা থাকবো কেমন করে । দুষ্টু খোকার মিস্টি আবদারে খটকা লাগে মায়ের মনে মৌলভী ডেকে তাবিজ নেয়,মাজারেতে সিরণী চড়াই সুরা ইয়াসিন জপে জপে ফুঁ দেয় ,খোকার কপালে ক্ষনে ক্ষনে।

উচাতন মন মায়ের,সদাই শুধুই ভাবে খোকাটা কখন একটু শান্ত হবে ! দশদিকে দশমুখে খোকার ই নাম উচ্চারিবে উচ্চরবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।