আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টু মুমিন।

mdsakature@yahoo.com

আমার মেজ ভাইয়ের ছেলে। নাম তার মুমিন। দুষ্টুমিতে মেট্রিক পাশ। নামটা আমার বাবার দেয়া। এই ছেলেটার জন্য প্রতিদিন আমাকে দেশে ফোন করতে হয়।

ওর সাথে কথা না বললে ভালো লাগেনা। ফোন ধরার সাথে সাথে মুমিন বলে- ছোট আংকেল! তুমি কেমু আসু?। বুঝলেনতো, একটু সোহাগ করে বলে আরকি। আমি ওর কথা গুলি মনযোগ দিয়ে শুনি। এই ছেলেটা গরু ছাড়া আর কিছু চেনে না।

যখনি বলি- আব্বু তোমার কি লাগবে? উত্তরে বলে- গরু, ছাগল লাগবে। ছাগল ওর খুব প্রিয়। একবার মেজ ভাইয়া, ভাবি, মুমিন খাগড়াছড়ি গিয়েছিলো বেড়াতে। যাদের ঘরে গিয়েছিলো ওদের কয়েকটা ছাগল ছিলো। ও ছাগল নিয়ে দু-একদিন কাটানোর পর এগুলোর প্রতি এমন মায়া জমে গিয়েছিলো যে, ওকে খাগড়াছড়ি হতে আনতে অনেক কষ্ট হয়েছে।

ওর কথা হচ্ছে ছাগল গুলাকে ও সাথে নিয়ে আসতে হবে। আসার পর আমাকে বলল- আংকেল! আমি ছাগলের দেশে গিয়েছিলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে। এর পর হতে যখনি বলি- আব্বু! তুমি এই কাজটা করলে তোমাকে ছাগলের দেশে নিয়ে যাবো। ততক্ষনাৎ ও কাজটা করে ফেলে।

আমি বিদেশে আসার পর হতে ওর জন্য অনেক সুন্দর সুন্দর গরু, ছাগল দিয়েছি, কিন্তু একটাও নাই। কি করে জানেন? কেউ না দেখে মতো ছুড়ি দিয়ে জবেহ করে দেয়। দুদিন আগে ও ফোন করে বলছিলো আংকেল! আমার কম্পিউটার ভালো লাগে না, আমার ছাগল ভালোলাগে। আমার জন্য সুন্দর একটা ছাগল দিও। দিলাম আমার ছাগল পাগলার জন্য একখান ছাগল।

অনেক সুন্দর। মে! মে! আওয়াজ করে। ও এখন তৃতীয় শ্রেনীতে পড়ে। লেখাপড়ায় ভালো। সবাই দোয়া করবেন আমার মুমিন বাবুর জন্য।

...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।