আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টু গান

mahmud_shawonbg@yahoo.com

ছোট ছোট খালগুলো ভরাট নদী বড় বড় নদীগুলো সাগরের ঢেউ চোখে চোখে বড় হওয়া প্রতিবেশী মেয়ে, একদিন নিয়ে যায় তোমাকেও জানি না কখন তুমি মহিলা হলে ছোট খাল পরিণত নদী আমরা তখনও থাকি বালক-কুমার দু'টি চোখে মুগ্ধ প্রজাপতি চোখে চোখে বড় হওয়া প্রতিবেশী মেয়ে সিন্থিয়া মেঘলা তমা বীনা রায় একদিন ঘুমভাঙা খুব সকালে কারা যেন তোমাদের নিয়ে নিয়ে যায় কত বালকের স্বপ্নআঁকা কত স্বপ্নের বিন্যাস-দ্বিপদী বড় বড় নদীগুলো সাগরের ঢেউ ছোট ছোট খালগুলো ভরাট নদী একদিন আমরাও পুরুষ হব বালকের স্বপ্ন নিয়ে ফিরবো ঘরে আমাদের স্বপ্ন নিয়ে গেছে যারা তারাও স্বপ্নহারা ঐ সুদূরে চোখে চোখে বড় হওয়া প্রতিবেশী মেয়ে সিন্থিয়া মেঘলা তমা বীনা রায় একদিন ঘুমভাঙা খুব সকালে কারা এসে তোমাদের নিয়ে নিয়ে যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।