আমাদের কথা খুঁজে নিন

   

শনিবারের অলস বিকাল

আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত

শনি আর রবি বারের জন্য সারাটি সপ্তাহ ধরে অপেক্ষা করি। মনে মনে কত প্লান। এই করব সেই করব। কাপড় ধোয়া, ঘুম এবং শপিং থেকে শুরু করে বিকালে মাঠে খেলতে যাবার প্লান। শেষ পর্যন্ত দেখা যায় কাজের কাজ কিছুই হয়না।

শুধু পনের বিশ ঘন্টা ঘুম। প্যাকার্ড বেলের একটি ল্যাপটপ ব্যবহার করছি দেড় বছর ধরে। এইবার একটি সনি ভায়ো কিনার প্লান। অনলাইনে অনেক দেখেও অর্ডার দিলাম না চাক্ষুস দেখে অর্ডার দিব বলে। কিন্তু সময় মিলানো যাচ্ছেনা।

গতদিন এক ছোটভাই বলেই দিয়েছে যে পুরাতন ল্যাপটপটি আর চালানো উচিত হচ্ছেনা। আমি বলে দিয়েছি যে এই উইকেন্ডে কিনব। সকাল এগারটার দিকে ঘুম থেকে উঠে সংবাদ দেখে মনটা খারাপ হয়ে গেল। আইসল্যান্ডের আগ্নেয়গিরির উদ্গিরণে ইংল্যান্ডের সারা আকাশ নাকি ভরে যাচ্ছে। বুধবার থেকে অলরেডি সব ফ্লাইট বন্ধ।

টিভিতে দেখাচ্ছে ইংল্যান্ডের ২৪ বছরের এক তরুণ্বের সাথে অস্ট্রেলিয়ার ৩০ বছরের এক মহিলার বিয়ে হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু ফ্লাইট না থাকায় তারা দুবাই আটকে গেছে। কি আর করা। লন্ডনের পরিবর্তে দুবাই বাজল বিয়ের সানাই। ইন্টারনেট, স্কাইপ আর প্রযুক্তির খেলায় দূরের স্বজনরাও অংশ নিলেন বিয়েতে।

যদিও এয়ারলাইন্স কোম্পানী গুলোর ক্ষতি প্রতিদিন শুধু ইংল্যান্ডেই প্রায় ২ মিলিয়ন পাউন্ড। ভাবনার বিষয়। বাংলাদেশের খবর পড়তে গিয়ে মজা পেলাম অনেক। ১৭ জন বিচারপতি একযোগে শপথ নেওয়ার কথা ছিল। এখন ১৫ জন শপথ নিবেন।

২জন বাদ পড়েছেন। কারণ তাদের একজন খুনের মামলায় আসামী। আর অন্যজনের কোর্টে হামলার ঘটনা কয়েকটি পত্রিকা ছবিসহ প্রকাশ করে দিয়েছে। কি সাংঘাতিক ঘটনা। অপরাধীকে যখন বিচারকের আসনে বসানো হয় তখন বিচার বিভাগের সামগ্রিক চিত্র কেমন তা একটু আঁচ করা যায়।

যাই হোক বিকালে বের হলাম সেন্ট্রাল লন্ডনের উদ্দেশ্যে। টটেনহাম কোর্ট রোডের সনি সেন্টারে অনেক্ষন দেখলাম। নতুন মডেলের সাদা একটি ল্যাপটপ খুবই পছন্দ হলো। এখনই কিনব না কাল আবার আসব তা ভাবছি। জানি এখন না কিনলে পরে আর অংক মিলবেনা।

সেপ্টেম্বরে ইউনিভার্সিটিতে দিতে হবে এতগুলা টাকা। কোথায় পাব তখন। সুতরাং খরছ না করে চলতে হবে। পুরাতন ল্যপটপ খানা আরও কিছুদিন সার্ভিস দিয়ে গেলে মন্দ হয়না। অনেক চিন্তা করে অবশেষে খালি হাতে ফিরে এলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।