আমাদের কথা খুঁজে নিন

   

সংজ্ঞা

অসমাপ্ত সম্পূর্ণতায় নিমজ্জিত আমার অসম্পূর্ণ সমাপ্তি

ভরাট কন্ঠের আবৃত্তিতে শির চির উন্নত রাখার প্রত্যয় ব্যক্ত হলে, বাহবা দেই। আর মনে মনে ভাবি, biological কারণে ধড়টা সোজা হওয়ায়, বড্ড বাঁচা বেঁচেছি ! ব্যাটা কবি কি জানতো, এ সময়ে কাজটা কত্তখানি কঠিন ? অবাস্তব ? আর অসম্ভব ? কিন্তু তাই বলে তো আর আমি কাপুরুষ নই.....! অন্যায়ের নাকি প্রতিবাদ করতে হয়- হাত দিয়ে- নয়তো মুখে- নিদেনপক্ষে ঘৃণা করে.... ভাগ্যিস শেষ option-টা ছিলো ! নাহলে এত্তো আয়োজন করে প্রতিবাদ করতে হলে, আসলেই বেজায় ঝামেলা হতো । তবে বিশ্বাস করুন, মনে-প্রাণে অন্যায় ঘৃণা করার মতো সৎসাহসটুকু, আমার এখনো আছে । সত্যি বলছি.... পাশেরজন কোন অন্যায়ের-এর শিকার হলে, আমি তো আর নিজেকে গুটিয়ে নেই না ! প্রতিবাদ না করি- ভয়ে তো আর পালাই না ! যার যা-ই হোক না কেন- এরই মাঝে দিব্যি বেঁচে আছি.... আমি সাহসী না- তো সাহসী কোন বাপের ব্যাটা ? বেশ আছি, বেশ চলছে- মানিয়ে নেয়ার মাঝেই তো সার্থকতা । আমার কিচ্ছু হবে না, এই guarantee খোদার কোন বান্দা দিতে পারবে ? তাহলে আমি কেন প্রতিবাদ করার risk-টা নেবো ? কী ঠেকা পড়েছে আমার? চুপচাপ চোখ-কান বুজে নিজের মতো কাজ করে যাব । কিন্তু খবরদার........ আমাকে কেউ ভীরু-কাপুরুষ বলবেন না । বাংলা একাডেমী ছাপার অক্ষরে সংজ্ঞা দিলেই হলো ? কী বোঝে ওরা ? আমি কাপুরুষ না- জানেন না.... কাপুরুষের সংজ্ঞাটাই আজ বদলে গেছে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।