আমাদের কথা খুঁজে নিন

   

সংজ্ঞা

সংজ্ঞা - যাযাবর জীবন মায়া, মমতা একটু কাছে পাওয়ার আশা ভুল, ভ্রম আর মিছে হতাশা ক্ষরণ, দহন হৃদয় পোড়ানো জ্বালা কাছে আসা, পাশে থাকা তারপর গাঁথা বিচ্ছেদের মালা আশা, নিরাশা নাকি দুরাশার হতাশা না পাওয়ার সকল যন্ত্রণার ব্যথা তার থেকে কবি লেখকের কল্পিত মনের ছবি আঁকা জ্যোৎস্না রাতে উদাসী মন হৃদয় মাতোয়ারা কবিতার শরীরে শব্দের টাপুর টুপুর বৃষ্টির ধারা কামনা, বাসনা আর একটু শারীরিক স্পর্শ কোনো এক অচেনা রিপুর তাড়নায় শিহরিত প্রাণ, দোলে মন হর্ষ মোহ, কাম কিংবা ষড়রিপুর মাঝে লুকায়িত একটি রিপু নাকি অন্য কিছু? হয়তো সপ্তম একটি অজানা রিপু আমি জানি না সত্যি সত্যিই আমি জানি না। ভালোবাসা কি? সংজ্ঞা খুঁজছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।