আমাদের কথা খুঁজে নিন

   

নতুনের সংজ্ঞা কী?



সেই ডিসেম্বর মাস থেকে অনবরত লিখে যাচ্ছি, অথচ গা থেকে নতুনের গন্ধ যাচ্ছেই না? মাসের হিসেবে ৪মাস অতিক্রান্ত হলেও এখনও আমাকে প্রথম পেজে অ্যাকসেস দেয়া হয়নি। এমনকি কারও পোস্টে কমেন্ট পর্যন্ত করতে দেয়া হয় না এসব নতুনদের। এ নিয়মটি কী একটু বেশি একরোখা হয়ে গেলো না। পাঠক আপনারা কী মনে করেন? আপনারা মনে কীইবা করবেন, আপনারাতো আমার লেখা পড়তেই পারছেন না। ...।

যাইহোক, দেখি কর্তৃপক্ষ কবে আমার নতুনত্বদোষ মার্জনা করেন! এর আগে একটি গল্প বলি--- আমার মামা সম্প্রতি বিয়ে করেছেন, সম্প্রতি বললেও তাও প্রায় বছর হতে চললো। বিয়ের মাস তিনেক পর তার বাসায় গিয়ে দেখি কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই মামীকে বাসায় আনা হয়েছে। কিন্তু গেস্ট হিসেবে তিনি আছেন। একই বাসায় খালাও থাকেন নিচতলা আর ৫ম তলা। মামীকে বললাম কী রান্না করেছেন, খেতে দেন আমিতো ফোনে আগেই বলে দিয়েছি--- মামীকে লজ্জার হাত থেকে বাঁচাতে খালা বলেন- ওতে গেস্ট, এখনও হাড়ি ধরা শুরু করেনি।

তার মানে খাওয়া দাওয়ার পর্বটা এখনও খালার ওপর। কিন্তু এর মাত্র ২মাস পর যখন শুনলাম মামী সন্তানের মা হতে চলেছেন তখন অবাক না হয়ে পারলাম না গেস্টকে দিয়ে মামা সন্তান ধারণ করালো? ছি: ছি: খালাকে বললাম গেস্টের সম্মান আর থাকল কই? গেস্ট হাড়ি ধরতে পারল না বাচ্চা ধরে ফেলল? আহারে! বেচারা গেস্ট হয়েও রক্ষা পেলো না? সা.ইনের নতুন সংজ্ঞা শুনে আমার তেমনই মনে হচ্ছে। হয়ত বছর গোহাইবে, হয়ত একসময় আমিই সবেচয়ে পুরনো আগন্তুক হবো তারপরও তারা বলবেন দু:খিত আপনি এখানে কমেন্ট করতে পারবেন না, প্রথম পেজে যাদের অ্যাকসেস নেই তারা কমেন্ট করতে পারেন না। নতুনদের ফ্লাডিং ঠেকাতে এই ব্যবস্থা। এ যন সরকারের একচোখা নীতি, আইনশৃঙ্খলা ঠিক রাখতে কোনও কিছু করার আগেই করতে পারে এ আশংকায় বিএনপির ৭০জন গ্রেফতার! আর খুন করার পরও প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে সবকিছু করতে দেয়া হয় শুধু আ'লীগের এমপি হওয়ায়....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।