আমাদের কথা খুঁজে নিন

   

তারপরও কেন ডাক দিয়ে যাও

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ

তারপরও কেন ডাক দিয়ে যাও; এই হৃদয় পটে হানা দাও মৃতপ্রায় স্বপ্ন গুলোকে সুতীব্র করতে জানো না; তোমাতে যে স্বপ্নের মৃত্য হয়েছে তাতে আর প্রাণ সঞ্চারিত হবে না । একে একে ললাটের সুকরুন সব সম্ভাবনাতে একে দিয়েছো কৃষ্ণ তিলক কষ্টের সবটুকু নিংড়ে দিয়েও কী প্রাপ্তি আমার বলো? অবশেষে তোমার অনুচ্চারিত সুখের সন্ধানে তুমি সত্য বিসর্জনে ঝাপিয়ে পড়লে, তাতে ও আমি তোমাকে দোষী করেনী কেন তারপরও ডাক দিয়ে যাও; এই হৃদয় পটে । তোমার ডাক, অনুচ্চারিত আকাংখা, মৃতপ্রায় স্বপ্ন আমাকে বায়বীয় করে তোলে বায়বীয় হয়ে তোমার ডাকে সাড়া দেই; আবারও মিথ্যা স্বপ্ন বুনি, সামনের দেয়ালে পরই তুমি আছো ; ভেঙ্গো দিবো সে দেয়াল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।