আমাদের কথা খুঁজে নিন

   

আমার একদিন

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস প্রতি দিন অফিসে যাওয়ার সময় কিছু না কিছু ফেলে রেখে যাই (মানিব্যাগ, মোবাইল, কলম ইত্যাদি), বাসা থেকে বের হবার পর মনে পড়লে আবার রুমে গিয়ে নিয়ে আসি। এটাই আমার নিয়মিত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কিন্তু আজকে বাসা থেকে বের হয়ে দেখি সব নিয়া আসছি, এমন কি আকাশে মেঘ দেখে ছাতাটা পর্যন্ত আনতে ভুলিনি, কি আজব ব্যাপার!! এটা তো হবার কথা নয়। এসব ভাবতে ভাবতে বাসে উঠলাম এবং ভাগ্য দেবতার সহায়তায় দাড়ানোর জন্য একটু স্থানও পেলাম। বাসে উঠে অতি সৌভাগ্যবান দের (যারা বসার জন্য আসন পেয়েছে) উপর কড়া নজর রাখতে লাগলাম কে উঠার জন্য উসখুশ করছে তার পাশে গিয়ে দাড়াব।

যাই হোক একজনকে দেখলাম ব্যাগ হাতে নিয়ে সামনের সিট ধরে বসে আছে, তার পশে গিয়ে এমন ভাবে দাড়ালাম যাতে এই সিটের পাশে আর কেও দাড়াতে না পারে । কিছক্ষন পরে দেখি ঐ লোক আমার কোমরের চোখ বড় করে তাকিয়ে আছে, আমি তার দৃষ্টি অনুসরন করে কোমরে হাত দিয়ে দেখি ফরমাল শার্ট প্যন্ট পড়ে ইন করে আসছি কিন্তু বেল্ট পড়ি নাই। এটাই তো হবার কথা ছিল ১০০ % ঠিক হয়ে আমি বাসা থেকে বের হয়েছি এমন কখনো হয়নি। আর এমন ঘটনা এবারই যে প্রথম তাও নয়, তাই খুব একটা ঘাবড়ালাম না। এতক্ষন ব্যাপার টা কিছুই ছিল না কিন্তু এখন মনে হচ্ছে বাসের সবাই দেখতেছে আমি শার্ট প্যান্ট পলিশ করা জুতা পড়ে ইন করে বের হয়েছি বেল্ট ছারা।

যাইহোক ভোগান্তির শেষ এখানেই নয়। মনে মনে ঠিক করে ফেললাম উত্তরা নেমে আগে একটা বেল্ট কিনব তারপর অফিসে ঢুকব। কিন্তু আমার কপাল আর সৃষ্টিকর্তার সদিচ্ছা কখনো এক সাথে চলেনাই, উত্তরার সব মার্কেট বুধবারে বন্ধথাকে। এমন ভোগান্তি কিন্তু আমার এবারই শেষ নয় ভবিষৎ আরো হবে কারন অতিতে অনেক বার হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.