আমাদের কথা খুঁজে নিন

   

একজনকে একটু বুদ্ধি দেন

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

একজন ছাত্র তার পড়া লেখার ব্যাপারে সে খুবই চিন্তিত । সে এখন কলেজে ভর্তি হবে । তাই সে জানতে চাচ্ছে কোন বিষয়ে সে কলেজে পড়াশুনা করবে ? বলা বাহুল্য যে, ছাত্রটি বর্তমানে ছাত্র নয় । সে ছাত্র হতে চায় । বলা যেতে পারে এ কেমন ছাত্র? ছাত্র যেমনই হোক, কখন যে মানুষের পড়ালেখার ভূত চাপেঁ আর কখন যে নেমে যায় তা আল্লাহই ভাল যানে ।

যা হোক । তার ইংরেজী জ্ঞান তেমন আহামরি নয় । তবু সে কলেজ লাইফকে ইংরেজী মাধ্যম করতে চায় । তার ইচ্ছা ইস্ট লন্ডনের(ইউকে) কোন কলেজে ভর্তি হবে । লন্ডনে কিভাবে যাবে সেটা তার বিবেচনা ।

সুতরাং আমার কিংবা আপনার না ভাবলেও চলবে । আমাদের এখন ভাবতে হবে কি বিষয় নিয়ে সে পড়ালেখা করলে সে ভাল ভবিষ্যত পাবে । একটা বিষয় উল্লেখ্য যে, সে কম্পিউটার এর উপর মারাত্নক দুবর্ল কিন্তু বর্তমান সময়ে এই বিষয়ে সবাই লেখাপড়ে করছে তাই এই সেক্টরে ভাল ভবিষ্যত নাই, যদি না সে ভাল ছাত্র হয় । তবে এই বিশেষ ছাত্রটি কোন কালেই উত্তম মানের ছাত্র হতে পারবে না, এটা তার বিশ্বাস তবে সে চেষ্টা করলে মধ্যম মানের ছাত্র হতে পারে । এখন সে কিভাবে লেখাপড়া করবে সেটা তার বিবেচনা ।

সুতরাং আমাদের ভাবতে হবে না । আমাদের ভাবতে হবে তার জন্য সহজ বোধ্য ইংরেজী মাধ্যম এর বিষয় যাতে সে নির্বিঘ্নে কলেজ পেড়ুতে পারে । তারপর ইউনি নিয়ে সে নিজেই ভাবার শক্তি পাবে । সে পড়াশুনার পাশাপাশি ফুল টাইম কাজের জন্য আগ্রহী । সে ''অলটারনেটিভ ফিউচার'' গড়তে চায় ।

এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে, কি এই ''অলটারনেটিভ ফিউচার''? যদি সে কলেজ পাস করতে না পারে, তাহলে সে তার কামানো পয়সা কাজে লাগাবে । যদিও তার ইচ্ছা শুধু পয়সা নয় বরং পড়াশুনা উভয়ই । তার এই মাইন্ড ব্লোয়িং চিন্তা ভাবনা, মানুষকে পাগল করেই ছাড়ে । পড়াশুনার খরচ কিভাবে চালাবে তা মিটানের জন্য হয়ত ফুল টাইম জব । যাই হোক, সেটা তার বিবেচনা ।

আমাদের বিবেচনা করতে হবে একজন কলেজ পড়ুয়া ছাত্র কিভাবে পড়শুনা + ফুল টাইম জব করতে পারবে? আসলেই কি সে কুলাতে পারবে? যদি তাহলে পেরে থাকতে পারে তাহলে এরকম উদাহরণ দিয়ে তাকে সাহস দিন । আর যদি এর উল্টা উদাহরণ থাকে তাহলে তে দেখিয়ে তাকে ভয় দেখান যাতে সে শুধু পার্ট জব করে । কঠিন তামাসা সে কাঠাল খাবে আবার কাঠাঁল এর বিচীও চাবাবে ! আপনারা যারা বুদ্ধিজীবি আছেন তাড়াতাড়ি ফিডব্যাক করুন । :P

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.