আমাদের কথা খুঁজে নিন

   

আবার নতুন রূপে

আগুন জ্বালায় দিব

এটা আমার পুরাতন ব্লগ অনেকদিন আগে রেজিস্ট্রেশন করেছিলাম । কিন্তু রেজিস্ট্রেশনের পরপরই নেট লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম । মাস খানেক পর ঢুকতে যেয়ে দেখি পাসওয়ার্ড ই মনে নেই । পরে অলসতার জন্য আর রেজিস্ট্রেশন করিনি । শুধু ব্লগ পড়ে যেতাম ।

সেজন্য ব্লগ সম্পর্কে মোটামুটি ধারণা আছে । এখানে যে গরু , ছাগল , মুক্তিযোদ্ধা , রাজাকার(না থাকেলেও রাজাকারের বাচ্চা) , আঁতেল, বাতেল , বুদ্ধিজীবি ,সুশীল , জেনারেল , মাথামোটা সব ধরণের আজিব চিড়িয়া আছে সেটা বুঝে গেছি । কিন্তু এখান চিন্তা করলাম এখানে লেখা বা মন্তব্য করার সময় এসেছে কারণ এখানে কিছু সুন্দর মনের মানুষও আছে । সুতরাং আবার একি নামে ব্লগ খুলে ফেললাম । এখন দেখা যাক কবে থেকে মুক্তি দেয় কতৃপক্ষ ।

বিশেষ দ্রষ্টব্য : মডারেটগণ , একটু তাড়াতাড়ি ছাড়া যায়না আমারে ? নাইলে আবার ধৈর্য হারা হলে লিখতে ইচ্ছা করবে না । দয়াকরে দেখতেন যদি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.