আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নঃ পুনর্বার

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

স্বপ্নঃ পুনর্বার (প্রিয় রুবেল শাহ্‌, তোমার জন্য) -আবু মকসুদ আপনার কথা দাদা মাঝে মাঝে ভাবি, সেই যে খদ্দরের পাঞ্জাবি হাতে ওজনদার এক গাদা বই, আমাদের মুগ্ধতা... আমার দাদা কিচ্ছু হলো না, বাপও মরে গেলো, বিছানায় পঙ্গু মা ভূতের মতন চেপে এক গাদা ভাইবোন, আমার ঘাড়ে আপনি দাদা স্বপ্ন দেখাতেন, আপনার স্বপ্ন বুঝি ছেঁড়া সার্ট দাদা আপনার ঘরে একদিন আসবো, কি বললেন? টং দোকানের মালিক! খুব ভালো, ব্যবসার ব্যাপারে মার্কস যেনো কী বলেছিলেন... আপনারও হয়নি দাদা প্রলেতারিয়েত স্বপ্নপূরণ, লাল ঝান্ডা খণ্ড-বিখণ্ড আপনি বুঝাতেন ধর্মের আপেক্ষিক তত্ত্ব, দারুণ বলতেন দাদা ক্ষুধাই হচ্ছে ধর্ম আপনার স্বপ্নে দাদা আমি অনেকদিন কার্ল মার্কসের পুকুরে সাঁতার কেটেছি পাত্তা দেইনি আট ক্লাসের সেই মেয়েটিকে এখন দাদা রিক্সা ঠেলি আর তারেই খুঁজি রাস্তার মোড়ে মোড়ে বুঝলেন দাদা কার্ল মার্কস নেই, শুধু এই ভালোলাগাটুকু আছে আপনার ছেঁড়া সার্ট দেখে ভালো লাগলো দাদা মনে হলো, খদ্দরের পাঞ্জাবির কেউ কালে কালে ক্যাপিটালিস্ট হলেও আপনার মতো দুএকজন মানুষ এখনো সত্য মানুষ সত্য তাই কেউ কেউ এখনো স্বপ্ন দেখে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।