আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসে স্বপ্নঃ আর্কি ফেকাল্টি

সাদেকুর রহমান সুমন গত রমজান মাসে এই পোস্টটি লিখেছিলাম। ভাষাগত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি। লেখার ঘটনাটি স্বপ্নে হলেও প্রতিটি চরিত্রই সত্যি। বুয়েটের আর্কি ফেকাল্টির ৯৩ ব্যাচের যে কেউ চরিত্রগুলোকে চিনতে পারবে। আসলে ফেকাল্টিতে আমরা এভাবেই কথা বলতাম।

লেখার চরিত্রগুলো সব্বাই আজ স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত স্থপতি। ভয় পাইসি, সত্যি ভীষন ভয় পাইছি। ঘটনাটা খুলে বলিঃ গেলাম রশীদ হলের ৪০০২ এ। হটাৎ পোলাপাইন কইলো কাইল বলে math পরীক্ষা। বুইঝা পাইলাম না লেভেল-৫, টার্ম-২ এ math-105 আইলো কই থাইক্কা।

অনি কইলো এইবার তুমি শিউর লাড্ডু মারবা। আমার মাথায় চিন্তা হইলো গিয়া, লাড্ডু মারলে তো আব্বায় পুরা জানে কবজ করি হালাইবো। রুমে দেখি শমীক হালায় বইয়া বইয়া পার্ট খাইতাছে। এমন সময় মামুর বেটা, কইলো সালু ভালুরে ফোন দে। তাই দিলাম।

ওয় কইলো খাড়া আইতাছি, তয় তোর চোথা লয়া রেডি থাক। আত্‌কা মনে হইলো চোথা তো বাসায় রইসে। ফোন দিলাম আব্বা ইমনরে। ওয় কইলো আকাইচ্চায় বলে চোথা নিসে পলাশিতে ফটোকপি করতে। হের বলে কোনো খবর নাই, মনে হয় ইনো খাইয়া আবার চাঙ্গে উঠ্‌সে।

আমি তো ডরে পুরা তাফালিং অবস্থা। সুস্মিতারে পাইলাম ফেকাল্টিতে, ওয় কইলো হাতের কাছে আর কিছু না পাইয়া নাহিদ বলে ওর চোথা লইয়া বেয়াইয়ের মশালে আগুন দিতে গেছে। সুমনা কয় আমার কাছে আছে কিন্তু তোমাকে দেয়া যাবেনা!!!!!! প্লিন্থে বসা ৯৮ ব্যাচের টসটসা টুসি, লম্বু হাসান, চুঙ্গু,বিরবিজ্জা আর জেব্রা। আতকা হাসানে আইয়া কয় বস, আমি আপনের কামলা খাটতে পারুম না আর এইটা ফাইনাল। বুইঝা পাইলাম না অঙ্ক পরীক্ষার লগে কামলা খাটার কি সম্পর্ক।

চিপা ত্তে তুহিন আর সেতু আইয়া কয়, গাঞ্জার পুরিয়া কিনা দিলে হেরা বলে আমারে চোথা জোগাড় কইরা দিবো। এমন পেরেশানিতে ঘুম গেলো ভাইঙ্গা। দেখি আমি এখনো ডরে কাপতেছি। ঘড়িতে দেখলাম সকাল ৫.৩০। আবার সেহেরী ছাড়া রোজা!!!!!।

সব ভয় কেটে গেলো যখন হটাৎ দেখি আমার আরীশা ঘুমের মধ্যে বলছে, Baba don't be scared, I'm here with you............. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।