আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নঃ তোর জন্য

বন্ধুভাবাপন্ন

বন্ধু, তুই প্রাণ খুলে হাস্ কষ্ট উজাড় কর। কষ্টকে বল্, “পালা রে তুই- দূরে গিয়েই মর্। ” নিঃসঙ্গ জীবনটা তোর অদ্ভুতুড়ে ভূত, যাপন করা কষ্ট অনেক সবকিছু কিম্ভুত। তাই বলছি, অমন জীবন যাপন কি দরকার? প্রজাপতির ডানার রঙে তোরই অধিকার। স্বপ্নগুলোর বাঁধ ভেঙ্গে ফ্যাল ভেঙ্গে দে নীল কাঁচ।

বাঁচবি যখন কাদবি কেন? বাঁচার মতই বাঁচ। তোর কষ্ট সাজবে নারে নতুন কোন রঙে। সময় এখন শুধুই সুখের বাঁচবি নতুন ঢঙে। আমার কথা মানিস বন্ধু ভেবে দেখিস খুব, ভাব ধরা এই স্বভাবটাকে দিতেই হবে ডুব। আমি বুঝেছি যা, বলেছি তা ভাণ করিনি, শোন- তোরই জন্য অপেক্ষাতে ফুল-পাখি আর বন।

তোরই জন্য রাতের বেলায় জোসনা যে মাঠময়, তোরই জন্য নতুন হিসেব নতুন সূর্যোদয়। বাতাস ভরা স্বপ্নগুঁড়ো তোর জন্যই বইছে, বুক ভরে নে, কান পেতে শোন- স্বপ্ন কথা কইছে। কথা দে তুই কাঁদবি না আর কাঁদুক সকল ছল, এখন থেকে হাসবি অনেক আনন্দে ঝলমল। অবসান আজ গোমড়া মুখের কান্নাকাটিও শেষ। ছিঁড়ে ফেলে দুঃখ পোষাক ভালোবাসার বেশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।