আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার টেকিরা এক হও

হৃদয় ছবি
বাংলার টেকিগন, বিশ্বের উন্নত দেশগুলো যেখানে গেম হার্ডওয়ার ম্যানুফ্যাকচার করছে, সেখানে আমরা কতদুর পিছিয়ে সেটা হিসাব আপনারা খুব ভাবেই জানেন। আমাদের দেশে কিছু জিনিয়াস আছেন যারা গেম তৈরির কলা কৌশল জানেন। তবে গেম শুধু প্রোগ্রামার দিয়ে সম্ভব নয়। এর জন্য আর্টিষ্ট, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, মিউজিক কম্পোজার, ভয়েস এবং সাউন্ড ক্রিয়েটর, গেম এন্ড ষ্টেজ প্ল্যানার, ষ্টেজ ডিজাইনার, লেভেল এডিটর, গেম স্টোরি প্ল্যানার, গেম ইঞ্জিন ডেভলপার, ওয়েব ডিজাইনার এন্ড ডেভলপার প্রভৃতীর সমন্যয় প্রয়োজন। একজন মানুষের পক্ষে অলরাউন্ডার হয়ে এই সব কিছু করা সম্ভব নয়।

আসুন আমরা আমাদের দেশে একটা গেম ডেভলপার গ্রুপ তৈরি করি, যেখান থেকে আমাদের দেশের গেম ডেভলমেন্ট এর একটি ফলপ্রশু পদক্ষেপ গ্রহন করতে পারি। প্রাথমিক পর্যায়ে আমাদের ফ্রি খাটতে হবে, এর মাধ্যমে আমাদের গেমতৈরির নলেজ বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে আমাদের পরিচিতি বাড়বে। উদাহরণ স্বরুপ www.myplaycity.com সাইট টি দেখতে পারেন। বিগেইনার থেকে সেমি-প্রফেশনাল টাইপের কয়েক শতাধিক গেম নিয়ে সাইটটি পুরোপুরি ফ্রি সারভিস দিয়ে যাচ্ছে। সে দিন টি তাদের আর দুরে নেই যখন আপনি দেখবেন বাজারে myplaycity এর করা গেম আপনি কিনে এনেছেন।

আবার ধরুন জিটিএ এর কথা। জিটিএ-১ জখন বাজারে এলো, তখনে কেউ ই এ গেম টা খেলতো না। জিটিএ-২ ও তেমন মার্কেট পায়নি। তবে তাদের গেম ইঞ্জিনটি দারুন কাজে এসেছে। এখন আপনাকে ভালো মানের কয়েকটি গেমের নাম বলতে বল্লে হয়তো আপনার মুখ থেকেও জিটিএ শোনা যাবে।

আসল কথা হলো আমাদের পথচলা শুরু করতে হবে। এভাবে বিচ্ছিন্ন ভাবে কাজ করলে আমাদের দ্বারা কক্খনো গেম আশা করা যাবে না। তাই যারা এই যাত্রায় যোগ দিতে চান তারা সবাই চলুন একত্রিত হই। কিভাবে শুরু করা যায় সেটা আমরা আলোচনার সাপেক্ষে নির্বাচন করবো। আপনি যদি উৎসাহিত হন তবে যোগ দিন অথবা আপনার পরিচিত টেকি ভাইকেও বলুন।

ছোটোখাটো ফিনান্সিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স এডিটিং, মিউজিক কম্পোজে আমি সাহায্য করতে পারবো। আপনাদের যে কেউ যেসব বিষয়ে দক্ষ সে বিষয়টি নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। আপনাদের সাজেশান অনুযায়ী আমরা সবাই এই লখ্য বাস্তবায়িত করবো। আমার সাথে ব্যাক্তিগত ভাবে কথা বলতে চাইলে ইমেইল করতে পারেন আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.