আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়া ঘুরতে চাই । যাবো? নাকি যাবো না? ক্যামনে যাবো?

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।
অফিসের ৫ জন কলিগ মিলে কুরবানীর ঈদের বন্ধে ইন্ডিয়া ঘুরে আসতে চাই। এক জনের পছন্দ মানালি, আরেকজনের পছন্দ দার্জিলিং, আরেকজনের দিল্লী। আমার পছন্দ সবচেয়ে কম টাকায় যেইটা হবে - সেইটা। যেহেতু ব্লগটা আমি লিখতেসি, তাই ভাইয়েরা ও ভাবীরা, প্লিজ আমার পছন্দ অনুযায়ীই সাজেক্ট করেন।

প্লিইইইইজ। বন্ধ পাবো প্রায় ৮ দিন। কুরবানীর ঈদ আর দুর্গা পূজা এবার প্রায় একই সাথে। কীভাবে গেলে সবচেয়ে কম খরচে সবচেয়ে সুন্দর জায়গা ঘুরে আসা যাবে? মানালিতে কী এই সময় বরফ পড়বে ? নেপাল কী আরও সস্তা নাকি দামী? কোথায় কতদিন কিভাবে ঘুরবো ? বলেন বলেন বলেন। টাকা পয়সার ব্যাপারটাও বইলেন।

ধরেন, শপিং ছাড়া বাজেট যদি ২০ রাখি, হবে? না হলে ২০ এর মধ্যে কী কী পেতে পারি ? আর আপনার এডভাইসে কত নেয়া উচিত? কী কী সাবধানতা অবলম্বন করা উচিত ? ভাই আমি জানি, পরামর্শ দিলে মানুষ দাম দেয় না। কিন্তু বিশ্বাস করেন, আমি অনেক দাম দেই। তাই নিশ্চিন্তে আমাকে পরামর্শ দিয়ে অশেষ নেকী হাসিল করুন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.