আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মকে পুজি করে যারা রাজনীতি করছে সেই সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা খুব প্রয়োজন

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

http://www.biplobiderkotha.com সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকার কারণে দেশে ধর্মকে পুজি করে যারা রাজনীতি করছে সেই সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা খুব প্রয়োজন। কোনোভাবেই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া উচিত নয়। হাইকোর্টের রায় বহাল থাকার কারণে ‘৭২ সালের সংবিধানে ফিরে যেতে আর তেমন কোন বাঁধা থাকলো না। আপিল বিভাগের রায়ের ফলে সংবিধান অনুযায়ী ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে।

অবশ্য এক্ষেত্রে সরকার সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রহমানের রাহিম’ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেবে না। ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। সংবিধানের অষ্টম সংশোধনী দ্বারা রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করা হয়েছে। তাই রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামই থাকবে। ‘বিসমিল্লাহ’ শব্দটি যেখানে আছে সেখানেই থাকবে।

পঞ্চম সংশোধনীর মাধ্যমে ‘৭২ সালের সংবিধান থেকে যে সব বিধান বাদ দেয়া হয়েছে বা যে সব বিধান যুক্ত করা হয়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকার প্রয়োজনে আইন কমিশনের পরামর্শ নিবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.