আমাদের কথা খুঁজে নিন

   

চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়ঃ অঞ্জন দত্তের গান।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
বাংলাদেশে অনুষ্ঠান করতে যাই। ফিরে এসে সেই ছোট্ট প্রাণবন্ত দেশটাকে নিয়ে কিছু গান লিখি, আমার বাংলাদেশের শ্রোতাদের জন্য। তার মধ্যে এই গানটা মনে হয় আমার এই বাংলার কিছু মানুষের হয়তো খারাপ লাগবেনা।

বেইলী রোডের ধারে, আমি দেখেছি তোমায় রাতের অন্ধকারে, আমি দেখেছি তোমায় আমার বউ বাজারে,আমি দেখেছি তোমায় দু'দিকের কাঁটা তারে আমি দেখেছি তোমায় এখানে তুমি হাসি মল্লিক,ওখানে হাসিনা এখানে তোমার দাম পঞ্চাশ, ওখানে কত জানিনা নিয়ন আলোয় ঝলসে যাওয়া দুটো শহরের রাত বেঁচে থাকার জন্য কেনা বেচার দুটো হাত ডলারের হার কমলে, তাদের দর বদলায় চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়। কারো খদ্দের টয়োটা চড়ে, কারোর মারুতি জেন কারো চোখে দিশি নেশা, কারোর ফরেন তবু চাহিদা সেতো একটাই, একটুখানি সুখ তাই একই ভাবে লাঞ্ছিত হয় দুটি দেশের মুখ তবু আবার সকাল আসে, ওরা স্নান করে যায় দুজনেই মনে মনে, বাংলায় গান গায়। ডলারের হার কমলে, তাদের দর বদলায় চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়। এখানে ঘোলাটে গঙ্গার জল, ওখানে ইছামতি নোংরা নষ্ট, হাজার কষ্ট তবু বয়ে চলে ঠিকই চেপে রাখা ক্ষত,যত যত হাহাকার বিশ্বের কাছে দেনার দায়ে লাঞ্ছিত বারবার তবু আবার রঙ চাপিয়ে,দাঁড়াতেই হয় বেঁচে থাকার জন্য, বিশ্বের রাস্তায়। ডলারের হার কমলে, দেশের দর বদলায় চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।

গানটি শুনতে চাইলে গুতো মেরে ডাউনলোড করে নিন!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.