আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের জন্য ধাঁধাঁ। (ফোনেটিক কি বোর্ড বিষয়ক ফানি ধাঁধাঁ।)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

পুরানো ব্লগারদের জন্য শহজ হবে। নতুন ব্লগাররাও পারতে পারেন। আবার সবাই পারলেও সমস্যা নাই। আবার কেহ না পারলেও সমস্যা নাই।

------------------------------------------------- ****************************** ------------------------------------------------- ******************************* ------------------------------------------------- ******************************* ------------------------------------------------- ********************************* ------------------------------------------------ আমি ব্লগ লিখি বাংলা কি বোর্ড ফোনেটিক এ। কি বোর্ড ফোনেটিক অনুযায়ি k=ক, h=হ, t=ট, b=ব হয়ে থাকে। একদিন লিখতে লিখতে হটাৎ দেখি, আমি যা লিখেছি সব উল্টো পাল্টো লিখেছি। কি সব লেখেছি তা আপনাদের দেখালেই হয়তো ভাল হয়তো, সবাই মিলে মজা করা যেত। যাই হোক অনেক চেষ্টা করেও ধরতে পারলাম না সমস্যাটা কোথায়।

আস্তে আস্তে মেজাজটাও গড়ম হতে লাগলো। কত সেষ্টা করি কিন্তু যা লিখতে চাই তা আর লিখতে পারি না। মিনিট তিরিশ খানেক পরে ধরতে পারলাম সমস্যাটা ছিল কোথায়। বুঝতে পেরে যথেষ্ট আনন্দ লেগেছিল কারণ বিষয়টা ছিল অনেক ছোট কিন্তু তার প্রভাব ছিল অনেক বড়। তাই আপনাদের জন্য ধাঁধাঁ, আমার কি সমস্যা হয়েছিল?? জবাব দাতা পাবেন একটি সুন্দর এসএমএস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.