আমাদের কথা খুঁজে নিন

   

ড্রপবক্স ডট কম (পুনঃ পোষ্ট)

ধুর

ইন্টারনেটে ফাইল আপলোড করা বা ফাইল ষ্টোর করা একটা ঝামেলার বিষয় বই কি। তার উপর বাংলাদেশের অত্যন্ত কম গতির ইন্টারনেটের ঝামেলা তো তার উপর আছেই। যাই হোক http://www.dropbox.com/ একটা ভাল সমাধান। এখানে আপনার শুধু একটা একাউন্ট করতে হবে। আর একাউন্ট করার সাথে সাথে পাবেন ২গিগাবাইট জায়গা... পুরাই ফ্রি।

এরপর ওদের সফ্টওয়ার ডাউনলোড করলেই পাবেন আরো ২৫০মেগা। এবার রেফার করুন বন্ধুদের। প্রতি রেফারে জন্য পাবেন আরও ২৫০ মেগা করে। এভাবে আপনি ফ্রির উপর দিয়া ৮ গিগা পর্যন্ত জায়গা পাবেন। আর আপলোড এক্কেবারে সোজা।

ওদের দেওয়া সফ্টওয়্যার ইনস্টল করলেই আপনার মাই ডকুমেন্টসে একটা ফোল্ডার হবে "মাই ড্রপবক্স" নামে। সেখানে ইচ্ছা মত ফাইল রাখেন, ফোল্ডার রাখেন, যা খুশি করে। আপনি নেট এ কানেকশন দেবা মাত্র তা ইন্টারনেট এ আপলোড হওয়া শুরু হবে। যার কারনে আপনার আর আপলোড নিয়া চিন্তা করা লাগবে না। আর ইন্টারনেটে একবার আপলোড হবার পর আপনি তা সবার সাথে শেয়ার ও করতে পারবেন।

http://www.dropbox.com/ এই ওয়েব সাইটটি তাদের জন্য আরো বেশি উপযোগী যারা দুই বা ততোধিক কম্পিউটার ইউজ করেন। কারণ আপনার একটি কম্পিউটারে ফাইল আপলোড করা থাকলেই, অন্য কম্পিউটার গুলিতে ইন্টারনেট কানেকশন আসবার সাথে সাথেই ফাইলগুলা ডাউনলোড হতে শুরু করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.