আমাদের কথা খুঁজে নিন

   

♫♫♫প্রিয়তমা সুহাসিনী - সজিব ফিচারিং রাজু (বরাবরের মতোই একটি Unreleased track) ⎠⎠⏠⏝⏠⎝⎝

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

অনেকদিন আগে গানটা প্রথম যেদিন শুনেছিলাম সেইদিনই ডাউনলোড করতে চেয়েছিলাম ইন্টারনেট থেকে।

কিন্তু রেডিওর মধ্যে বারবারই একটা কণ্ঠ বলে দিচ্ছিল, "শুনছেন সজিব ফিচারিং রাজুর Unreleased track প্রিয়তমা সুহাসিনী। " Unreleased track যোগাড় করা একটু কঠিনই বটে। কেউ যদি ইন্টারনেটে রেকর্ড করে দেয়ও তাহলেও এরকম সরাসরি পাবলিক ব্লগে দেয় না। নিজের পার্সোনাল ব্লগে বা কোন ফোরামে দেয়। আজকে একটু সময় পেয়ে খোজা শুরু করলাম ইন্টারনেটে।

নানান ভাবে সার্চ করার পর অবশেষে পেয়ে গেলাম। "রেডিও আমার" থেকে রেকর্ড করা একটা কপি। কিন্তু বোঝাই যায়না যে এটা রেডিও থেকে নেয়া! অনেক ধন্যবাদ জানাই নাম না জানা সেই ব্যাক্তিটিকে, যে এতো সুন্দর কোয়ালিটিতে গানটিকে রেকর্ড করেছে এবং ইন্টারনেটে দিয়েছে। গানটা পেয়ে একেবারেই দেরি করিনি। সাথেসাথেই লিরিক্স লিখে ফেলেছি।

আপনাদের সাথে শেয়ার করছি গানটা। আশা করছি আপনাদের একটু না, অনেক ভাল লাগবে। অন্তত আমার লেগেছে...। আর হ্যা, শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ।

। লিরিক্স::: তোমার জন্য এ জীবন জানো কি, তোমার জন্য ধরণী মানো কি; আজ বলবো আমার ভালবাসা, সুহাসিনী প্রিয়তমা। পথ চলবো আমরা দু’জন, প্রতিটি জনম প্রতিটি কদম; করলাম আমি আজ এই শপথ, প্রতিটি জনম, তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা.......। স্মৃতিতেও তুমি, বিশ্বাসেও তুমি, প্রতিটি নিশ্বাসে তুমি; দীর্ঘ রাত তুমি, স্বপ্নেও তুমি, দৃষ্টিসীমানায় তুমি। বলছি এই পৃথিবীকে, চেয়েছি তোমায় বিধাতার কাছে; করলাম আমি আজ এই শপথ, প্রতিটি জনম; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা........।

চাও কি তুমি আমার ভালবাসা, সুখী হয়ে দিতাম; দেবো তোমায় সব উজাড় করে, চাও যদি এই মনটাও। দেবো তোমায় ভালবাসা, প্রতিটি জনম প্রতিটি কদম; করলাম আমি আজ এই শপথ, প্রতিটি জনম, তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা........। তোমার জন্য এ জীবন জানো কি, তোমার জন্য ধরণী মানো কি; আজ বলবো আমার ভালবাসা, সুহাসিনী প্রিয়তমা। পথ চলবো আমরা দু’জন, প্রতিটি জনম প্রতিটি কদম; করলাম আমি আজ এই শপথ, প্রতিটি জনম, তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা.......। ডাউনলোড লিংক: Click This Link (ডাউনলোড না করে শুধু শুনতে চাইলেও ডাউনলোডের লিংকটিতে ক্লিক করুন।

প্লে করার অপশন পাবেন। এখানে ইন্টারনেট ব্যবহার করা যাবে ১গিগা পর্যন্ত। তাই esnips অথবা mediafire এ গানটিকে আপলোড করিনি। শুধুমাত্র 4shared-এই করেছি। ।

। ) সবাই ভাল থাকবেন -হ্যাপি ব্লগিং...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।