আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা, মনে পড়ে?

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

প্রিয়তমা, মনে পড়ে?
সেই মধ্যদুপুর; সোনালী ধানের উজ্জ্বল ক্ষেত
কাদাময় আল; বয়ে যাওয়া শীতল বাতাস
আমি ছুটছি-
উর্ধ্বশ্বাসে

গন্তব্য? তোমার চোখে-
থেমে থাকি, কতক্ষণ কথা বলিনি জানি না
তুমিও!

সব সময় কি কথা বলতে হয়? হয় না
জানো তুমি, আমিও জানি

'সভ্য' রাস্তার ওপর দাঁড়িয়ে দু'জন
মুখোমুখি-মধ্যদুপুর
আমার কাদামাখা পায়ের দিকে তাকিয়ে তুমি

লজ্জায় লাল হয়ে যাচ্ছে আমার কান

তুমি এগিয়ে আসলে-
কাদামাটির সোঁদা গন্ধ, ধান ক্ষেত, ফর্শা আকাশ
এবং দ্রুত গতির শীতল বাতাস- সব একাকার-
প্রিয়তমা।প্রিয় মানুষ আমার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।