আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা

ফিরছো তুমি প্রিয়া, নিয়া প্রেম রাশি রাশি তবু দেখ ফেরেনি সেই অভিমানী চোখ সেই খোলা হাসি তব মনে আজ দেখ ভাঙ্গা গড়ার খেলা কত স্মৃতি কত প্রীতি কত আবহেলা ক্ষণে ক্ষণে ঝড় ওঠে ক্ষণে ওঠে ঢেউ ক্ষণে তোমায় পাই আমি ক্ষণে অন্য কেউ তোমার এক চোখ আমায় ডাকে ইশারায় আরেক চোখ ঘুমায় অন্য আশায় যে বুক তোমার আমার বুকে সেও দোলে অন্য সুখে হাস তুমি আমায় দেখে, কাঁদো অন্যের মাঝে আমার প্রেমের পূণ্যি নিয়ে যাও অন্যেরে পূজে সব দিল যে ছিন্ন করি তব পূজা লাগি দেশহীন ঘরহীন সাজিল বেবাগী ওগো প্রিয়া প্রিয়সিনী, ওগো মোর প্রিয়তমা অয়ি আজও তুমি তার তরে ছলনায় হতে চাও জয়ী ওগো মোর মন ভোলা দেবী বিশালাক্ষী কার তুমি হতে চাও কারে দেবে ফাঁকি যুগে যুগে যে তোমারে করে গেল পূজা দিয়ে গেল পুষ্পহার নিয়ে গেল সাজা তার প্রেমে আজও তুমি হলে নাকো দেবী ওগো প্রিয়া; ওগো মোর প্রেম পূজারিণী। যে তোমারে সব দিল নাই তার বাকী আজও তুমি তারে কেবল দিয়ে যাও ফাঁকি। যা আমি নিজ লাগি চাইনিকো জানি মোর, অহংকার যাবে ক্ষুয়ে তাই আমি ভিক মাগি তব লাগি চাই তোমার দেবতার পায়ে, হে অনাদী, হে চিরস্বামী সকল প্রেমের তুমি প্রেমী তোমার তরে জাচি আমি প্রার্থণা মোর জানো? মোর প্রিয়া মোর প্রেম তারে তুমি তোমার অহংকারে সাজিও ওগো মোর বধূ প্রিয়া ওগো মোর স্বামী তোমাতেই মিলে যেন হয় তুমি আমি তুমি আছো তুমি রবে এ মোর হিয়ায় তোমাতে অমর প্রেম রেখেছি হৃদয় প্রভাতের অরুণ রাঙায় রাঙ্গিও ললাট খানি মোর ললাট চুমে যেও ভালবেসে জিনি। আঁচলে ঢেকে দিও ঘুমাতুর এই পথিকের নিদ্রাহীন নিদ্রিত দেহ তুমি শুধু জেগে থাকো আর না জাগুক কেহ জানি তুমি বুঝে নেবে মোরে জানি তুমি কোল পেতে আশ্রায় দেবে এ দীন ভিকারিরে জানি তুমি ভুলে যাবে বেলা শেষের খেলা শেষ করে তবু যেন চির দিন ঋণী কর মোরে হে মোর প্রিয়তমা প্রিয়া তোমাতেই তুমি যেন যেওনা মুছিয়া বেলা শেষের খেলার ছলে যাবে যখন আমায় ভুলে তাহে নহে মোর ক্ষতি শুধু রেখ এতটুকু একটি মিনতি। কারো বুকে বুক রেখে তব বুকে যদি ব্যথা লাগে নিদ্রাহীন কাটে যদি মনে ঘৃণা জাগে যারে দিছো আঘাত আর শুধু অবহেলা তার কথা মনে পরে যদি সেই অকরুণ বেলা মোর তরে ফিরে এসো হে মোর প্রণয়িনী চিনিব সেদিনও তোমায় তুমি মোর চির দিনের চিরচেনা সেই প্রেমে পূর্ণ প্রাণ প্রিয়া চির পূজারিনী। ১৩/০৯/২০০৬ইং ডায়না প্যালেস দক্ষিণ কেরাণীগঞ্জ ঢাকা ১৩১০।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।